০৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

চাকরিহারা ওবিসিরা সংরক্ষণের সুযোগ পাবেন, বক্তব্য আইনজীবীদের

ইমামা খাতুন
  • আপডেট : ৬ এপ্রিল ২০২৫, রবিবার
  • / 20

পুবের কলম প্রতিবেদক: প্রায় ২৬ হাজার প্রার্থীর চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। পুনরায় চাকরিপ্রার্থীদের পরীক্ষা নেওয়ার জন্য আবেদনগ্রহণ করার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। আগামী তিন মাসের মধ্যে আবেদনগ্রহণ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। অবশ্য স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, এই সময়ের মধ্যে নিয়োগ সম্পন্ন করা সম্ভব নয়। এদিকে ওবিসি চাকরি প্রার্থীদের মধ্যে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে।

 

চাকরিপ্রার্থীদের একাংশ জানান, ২০১৬ সালের পরীক্ষায় ওবিসি সংরক্ষণে চাকরি গ্রহণকারীর  সংখ্যা প্রায় ৩ হাজার। ওবিসি সংরক্ষণপ্রাপ্ত চাকরির প্রার্থীদের আশঙ্কা, সুপ্রিম কোর্টে ওবিসি মামলা চলছে। দেশের শীর্ষ আদালত বলেছে, চাকরি বাতিল হওয়া প্রার্থীদের সকলকে আবেদন করতে হবে। তাহলে সেই আবেদনে কী ওবিসি নিয়ম মানা হবে?

সুপ্রিম কোর্টের রায়ের ৪৯ নম্বর ধারায় বলা হয়েছে, বয়সে ছাড় পাবেন এবং অন্যান্য সুযোগ সুবিধাও পাবেন চাকরিপ্রার্থীরা। তবে অর্ডারে ওবিসি অথবা সংরক্ষণের বিষয়টি পরিস্কারভাবে উল্লে’ করা নেই। আর এই নিয়েই শঙ্কায় চাকরিহারা প্রার্থীরা। আইনজীবীদের বক্তব্য, ওবিসি সহ অন্যান্য সংরক্ষিত চাকরিহারারা সংরক্ষণ মেনেই আবেদন করতে পারবেন। এতে কোনও বাধা নেই। তবে সুপ্রিম কোর্টে ওবিসি নিয়ে মামলা চলছে। সেই মামলার সঙ্গে এই নিয়োগের কোনও সম্পর্ক নেই।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চাকরিহারা ওবিসিরা সংরক্ষণের সুযোগ পাবেন, বক্তব্য আইনজীবীদের

আপডেট : ৬ এপ্রিল ২০২৫, রবিবার

পুবের কলম প্রতিবেদক: প্রায় ২৬ হাজার প্রার্থীর চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। পুনরায় চাকরিপ্রার্থীদের পরীক্ষা নেওয়ার জন্য আবেদনগ্রহণ করার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। আগামী তিন মাসের মধ্যে আবেদনগ্রহণ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। অবশ্য স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, এই সময়ের মধ্যে নিয়োগ সম্পন্ন করা সম্ভব নয়। এদিকে ওবিসি চাকরি প্রার্থীদের মধ্যে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে।

 

চাকরিপ্রার্থীদের একাংশ জানান, ২০১৬ সালের পরীক্ষায় ওবিসি সংরক্ষণে চাকরি গ্রহণকারীর  সংখ্যা প্রায় ৩ হাজার। ওবিসি সংরক্ষণপ্রাপ্ত চাকরির প্রার্থীদের আশঙ্কা, সুপ্রিম কোর্টে ওবিসি মামলা চলছে। দেশের শীর্ষ আদালত বলেছে, চাকরি বাতিল হওয়া প্রার্থীদের সকলকে আবেদন করতে হবে। তাহলে সেই আবেদনে কী ওবিসি নিয়ম মানা হবে?

সুপ্রিম কোর্টের রায়ের ৪৯ নম্বর ধারায় বলা হয়েছে, বয়সে ছাড় পাবেন এবং অন্যান্য সুযোগ সুবিধাও পাবেন চাকরিপ্রার্থীরা। তবে অর্ডারে ওবিসি অথবা সংরক্ষণের বিষয়টি পরিস্কারভাবে উল্লে’ করা নেই। আর এই নিয়েই শঙ্কায় চাকরিহারা প্রার্থীরা। আইনজীবীদের বক্তব্য, ওবিসি সহ অন্যান্য সংরক্ষিত চাকরিহারারা সংরক্ষণ মেনেই আবেদন করতে পারবেন। এতে কোনও বাধা নেই। তবে সুপ্রিম কোর্টে ওবিসি নিয়ে মামলা চলছে। সেই মামলার সঙ্গে এই নিয়োগের কোনও সম্পর্ক নেই।