রাজস্থানে ওমিক্রন আক্রান্ত একই পরিবারের ৯ জন
- আপডেট : ৬ ডিসেম্বর ২০২১, সোমবার
- / 10
পুবের কলম ওয়েবডেস্কঃ রাজস্থানে এবার একই পরিবারের ৯ জন একসঙ্গে ওমিক্রনে আক্রান্ত হলেন।এদের মধ্যে আছে ৭ ও ১২ বছরের দুটি শিশু। রাজস্থানের স্বাস্থ্য দফতর এই ঘটনার সত্যতা স্বীকার করেছে। জানা যাচ্ছে ওই পরিবারের চার সদস্য খুব সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছিলেন। ফলে এবার সারা দেশে এখনও পর্যন্ত মোট ২১ জন ওমিক্রনে আক্রান্ত বলে জানা যাচ্ছে।
আপাতত ওই পরিবারের সদস্যদের রাজস্থান ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস-এ ভর্তি করা হয়েছে। রাজস্থানের স্বাস্থ্য সচিব বৈভব গালরিয়া জানিয়েছেন, ওই পরিবারটি সিকর জেলার অজিতগড়ের। তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও শনাক্ত করা গিয়েছে। তাঁদেরও টেস্টের ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
জানা যাচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর তাদের শরীরে করোনার উপসর্গ দেখা যায়। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে তাঁদের স্যাম্পেলের জিনোম সিকোয়েন্সিং করা হয়। এর পরই জানা যায়, তাঁরা ওমিক্রন আক্রান্ত।