পুবের কলম, ওয়েবডেস্ক: দরিদ্র সীমার নীচে এসেছে ১.৭২ কোটি মানুষ, বিজিবিএস-এর সমাপনী অনুষ্ঠানে বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘বাংলা হল সুরক্ষিত ও স্মার্ট। এখানেই শিল্পের আগামী গন্তব্য। আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিন। তাহলে উপভোগ করতে পারবেন। নাহলে কাঁদবেন। এখন থেকে কাজ করুন। আগামী শিল্প সম্মেলনের জন্য।’
একইসঙ্গে ৪ লক্ষ কোটির বেশি লগ্নি প্রস্তাব এসেছে বাংলায় বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এই সম্মেলনে ২১২ মউ স্বাক্ষর হয়েছে। গত সাত বারে ১৯ লক্ষ কোটি বিনিয়োগ হয়েছিল। যার মধ্যে ১৩ লক্ষ কোটির কাজ হয়েছে। আমি খুশি যে এবারও ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটির প্রস্তাব এসেছে। এছাড়া আরও বিনিয়োগ আসছে।’