জাতীয় সড়ক দুর্ঘটনায় মৃত ১, আহত ৪

- আপডেট : ২৯ অগাস্ট ২০২২, সোমবার
- / 5
পুবের কলম প্রতিবেদক, উলুবেড়িয়া: যাত্রীবাহী অটোর পিছনে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল বছর ছয়েকের এক কন্যা শিশুর। মৃত শিশুর নাম আফরিন খাতুন। বাড়ি পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দেনান গ্রামে। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ১৬ নং জাতীয় সড়কে বাগনান থানার দেউলটি তামুলতলায়। পাশাপাশি, পিকআপ ভ্যানের ধাক্কায় অটোর আরও চারজন যাত্রী আহত হয়েছেন।
জানা গেছে, আফরিন খাতুন রবিবার তার পরিবারের সদস্যদের সঙ্গে বাগনানের দেউলটি তে মামার বাড়ি এসেছিল। সোমবার সকালে অটোয় চেপে বাড়ি ফিরছিল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে দেউলটি তামুলতলায় অটোটি যাত্রী উঠা-নামানোর কাজ করছিল। সেই সময় কোলাঘাটগামী একটি মাছ বোঝাই পিকআপ ভ্যান অটোর পিছনে ধাক্কা মারে। যার জেরে আহত হন অটোর যাত্রীরা। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আফরিন খাতুনকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে দুই মহিলা সহ এক শিশুর অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।