নয়ানজুলিতে যাত্রীবোঝাই ইঞ্জিন ভ্যান উলটে গিয়ে মৃত ১,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ১৫ জন

- আপডেট : ২৪ জুন ২০২২, শুক্রবার
- / 8
পুবের কলম প্রতিবেদক, বসিরহাটঃ নয়ানজুলিতে যাত্রীবোঝাই ইঞ্জিন ভ্যান উলটে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। হাসপাতালে ভর্তি যখম ১৫ জন।বসিরহাটের মাটিয়া থানা খোলাপোতা ও বনগাঁ রোডের রাজনগর এলাকার ঘটনা।
একটি ইঞ্জিন করে শিশু, মহিলা পুরুষ সহ প্রায় ২০ জন হাড়োয়া গোপালপুর থেকে এক মৃত আত্মীয়র বাড়ি থেকে ফিরছিল। এদের বাড়ি বাদুড়িয়ার থানার হায়দারপুর গ্রামে । শুক্রবার দুপুর আড়়াইটা নাগাদ ইঞ্জিন ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়ে নয়ানজুলিতে পড়ে যায়। তাদের চিৎকার-চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার করতে শুরু করে। ঘটনাস্থলে ষাটোর্ধ্ব এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় শিশু মহিলা পুরুষ সহ মোট ১৫ জনকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যেকে মাথায় বুকে পিঠে গুরুতর চোট পেয়েছেন। ঘটনায় কিছুক্ষণের জন্য যান চলাচলে স্তব্ধ হয়ে যায়। ঘটনাস্থলে মাটিয়া থানার পুলিশ এসে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পুলিশ মর্গে পাঠানো হয়েছে। এখনও মৃত বৃদ্ধের নাম ও পরিচয় জানা যায়নি। পুলিশ মৃত ও জখম ব্যক্তিদের বাড়ির ঠিকানা জোগাড় করার চেষ্টা চালাচ্ছে।