২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মণিপুরে নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ চাকরির ঘোষণা কেন্দ্র ও রাজ্য সরকারের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ মে ২০২৩, মঙ্গলবার
  • / 10

পুবের কলম, ওয়েবডেস্ক:  মণিপুরে সংঘর্ষের ঘটনায় নিহত পরিবারের একজন সদস্যকে ক্ষতিপূরণ সহ চাকরির ঘোষণা কেন্দ্র সরকার সহ রাজ্যের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পরে মঙ্গলবার এই ঘোষণা করে মণিপুর সরকার।
কেন্দ্র ও রাজ্যের তরফে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। এছাড়াও মৃতের পরিবারের তরফে একজনের জন্য চাকরির ঘোষণা করা হয়।

সোমবার গভীর রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের মধ্যে বৈঠকের সময় ক্ষতিপূরণ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই ১০ লাখ টাকার মধ্যে ৫ লাখ টাকা দেওয়া হবে রাজ্যের তরফে, বাকি ৫ লাখ টাকা দেবে কেন্দ্র।
বৈঠকের পর কর্মকর্তারা জানান, টেলিফোন লাইনগুলিকে সচল করা সহ গুজব ছড়ানোর খবর রুখতে কড়া নজরদারি রাখা হয়েছে। শাহের বৈঠকের পর পেট্রোল, এলপিজি গ্যাস, চাল ও অন্যান্য খাদ্য পণ্যের মতো প্রয়োজনীয় জিনিসগুলির দাম কমাতে প্রচুর পরিমাণে সামগ্রী উপলব্ধ করার নিশ্চয়তা দেওয়া হয়েছে। সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইম্ফলে আসেন। তার সঙ্গে রয়েছেন স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা সহ গোয়েন্দা বিভাগের ডিরেক্টর তপন কুমার ডেকা।

প্রসঙ্গত, গত ৩ মে কুকি-মেইটি সম্প্রদায়ের সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। কমপক্ষে ৮০ জন প্রাণ হারিয়েছেন। উত্তপ্ত পরিস্থিতিতেই মণিপুর সফরে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আসার পরেই দফায় দফায় বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়, মৃতদের পরিবার পিছু আর্থিক ক্ষতিপূরণ দেবে কেন্দ্র ও রাজ্য সরকার।

সোমবার রাতে ইম্ফলে পা রাখার পরেই মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ, মণিপুরের মন্ত্রিসভার সদস্য, নিরাপত্তা আধিকারিক এবং স্বরাষ্ট্রদফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। সেই বৈঠকেই ঠিক করা হয়, মণিপুরে দ্রুত শান্তি ফিরিয়ে আনা হবে। ওই বৈঠকের পর মঙ্গলবার সকালে ঘোষণা করা হয়, মণিপুরে দাঙ্গায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবার পিছু ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এই ১০ লাখ টাকার মধ্যে ৫ লাখ টাকা দেওয়া হবে রাজ্যের তরফে, বাকি ৫ লাখ টাকা দেবে কেন্দ্র। একই সঙ্গেই সংঘর্ষে মৃতদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে বলে ঠিক করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য চাল, ডাল, রান্নার গ্যাসের মতো প্রয়োজনীয় সামগ্রীও মজুত রাখার নির্দেশ সরকারকে দিয়েছেন অমিত শাহ।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মণিপুরে নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ চাকরির ঘোষণা কেন্দ্র ও রাজ্য সরকারের

আপডেট : ৩০ মে ২০২৩, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  মণিপুরে সংঘর্ষের ঘটনায় নিহত পরিবারের একজন সদস্যকে ক্ষতিপূরণ সহ চাকরির ঘোষণা কেন্দ্র সরকার সহ রাজ্যের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পরে মঙ্গলবার এই ঘোষণা করে মণিপুর সরকার।
কেন্দ্র ও রাজ্যের তরফে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। এছাড়াও মৃতের পরিবারের তরফে একজনের জন্য চাকরির ঘোষণা করা হয়।

সোমবার গভীর রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের মধ্যে বৈঠকের সময় ক্ষতিপূরণ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই ১০ লাখ টাকার মধ্যে ৫ লাখ টাকা দেওয়া হবে রাজ্যের তরফে, বাকি ৫ লাখ টাকা দেবে কেন্দ্র।
বৈঠকের পর কর্মকর্তারা জানান, টেলিফোন লাইনগুলিকে সচল করা সহ গুজব ছড়ানোর খবর রুখতে কড়া নজরদারি রাখা হয়েছে। শাহের বৈঠকের পর পেট্রোল, এলপিজি গ্যাস, চাল ও অন্যান্য খাদ্য পণ্যের মতো প্রয়োজনীয় জিনিসগুলির দাম কমাতে প্রচুর পরিমাণে সামগ্রী উপলব্ধ করার নিশ্চয়তা দেওয়া হয়েছে। সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইম্ফলে আসেন। তার সঙ্গে রয়েছেন স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা সহ গোয়েন্দা বিভাগের ডিরেক্টর তপন কুমার ডেকা।

প্রসঙ্গত, গত ৩ মে কুকি-মেইটি সম্প্রদায়ের সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। কমপক্ষে ৮০ জন প্রাণ হারিয়েছেন। উত্তপ্ত পরিস্থিতিতেই মণিপুর সফরে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আসার পরেই দফায় দফায় বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়, মৃতদের পরিবার পিছু আর্থিক ক্ষতিপূরণ দেবে কেন্দ্র ও রাজ্য সরকার।

সোমবার রাতে ইম্ফলে পা রাখার পরেই মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ, মণিপুরের মন্ত্রিসভার সদস্য, নিরাপত্তা আধিকারিক এবং স্বরাষ্ট্রদফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। সেই বৈঠকেই ঠিক করা হয়, মণিপুরে দ্রুত শান্তি ফিরিয়ে আনা হবে। ওই বৈঠকের পর মঙ্গলবার সকালে ঘোষণা করা হয়, মণিপুরে দাঙ্গায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবার পিছু ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এই ১০ লাখ টাকার মধ্যে ৫ লাখ টাকা দেওয়া হবে রাজ্যের তরফে, বাকি ৫ লাখ টাকা দেবে কেন্দ্র। একই সঙ্গেই সংঘর্ষে মৃতদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে বলে ঠিক করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য চাল, ডাল, রান্নার গ্যাসের মতো প্রয়োজনীয় সামগ্রীও মজুত রাখার নির্দেশ সরকারকে দিয়েছেন অমিত শাহ।