১০ টাকা বাস ভাড়ার পরিবর্তে সোনার কয়েন কন্ডাক্টরকে, মাথায় হাত কাশ্মীরি মহিলার

- আপডেট : ২৪ জানুয়ারী ২০২৪, বুধবার
- / 7
শ্রীনগর, ২৪ জানুয়ারি: অনেকেই রাস্তায় বেরিয়ে তাড়াহুড়োয় বাসের ভাড়া দিতে ভুলে যান। আবার ইচ্ছাকৃতভাবে ভাড়া পরিশোধ না করার সংখ্যাও নেতাহ কম নয়। তাড়াহুড়োর মধ্যেই বাসের ভাড়া মিটিয়েছেন এক কাশ্মীরি মহিলা। তবে টাকার পরিবর্তে দিলেন সোনার কয়েন। গত এক সপ্তাহ আগে (১৮ জানুয়ারি) জিবি পন্থ থেকে রেডিও কাশ্মীর গেট যাওয়ার উদ্দেশ্যে বাসে ওঠেন কাশ্মীরের ওয়াহিদা। গন্তব্যে পৌঁছানোর আগেই পরিশোধ করেন বাসের ভাড়া। পরোক্ষণে আচ করেন ১০ টাকার পরিবর্তে বাস কন্ডাক্টরকে সোনার কয়েন দিয়ে ফেলেছেন তিনি। কাশ্মীরের বাটমালুর বাসিন্দা ওয়াহিদা জানান, তাঁর দেবরের দিল্লির এইমসে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসার জন্য প্রয়োজন প্রচুর অর্থের। যে কারণে সোনার কয়েনটি নিয়ে সোনার দোকানে বিক্রির কথা ছিল। যদিও সোনার কয়েনটি ছিল তাঁর বোনের।
সকাল সাড়ে দশটা নাগাদ গন্তব্যে নেমে সোজা সোনার দোকানে যান মহিলা। তারপরই পার্সে হাত ঢোকাতেই লক্ষ্য করেন, সোনার কয়েনটি নেই। প্রাথমিকভাবে ওয়াহিদা মনে করেন কয়েনটি হারিয়ে ফেলেছেন তিনি। পরক্ষণে জানতে পারেন, ভাড়া বাবদ বাস কন্ডাক্টরকে দিয়েছেন কয়েনটি।