১০ বছর পর খুনের আসামীর সাজা ঘোষণা ডায়মন্ড হারবারে

রিপোর্টার:
  • শেষ আপডেট: শনিবার, ১ মার্চ, ২০২৫

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : দশ বছর পর খুনের আসামীর সাজা ঘোষণা করলো বিচারক। ১০ বছর আগে খুন হয়েছিলেন এক ব্যক্তি। সেই খুনের মামলায় শনিবার সাজা শোনাল আদালত। দুই অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলো ডায়মন্ড হারবার মহকুমা আদালত।দোষী শরিফুল শেখ ও মুন্নাফ শেখ সম্পর্কে দুই ভাই।২০১৪ সালের ২৯ জানুয়ারির রাতে খুনের ঘটনা ঘটেছিল।দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার মামুদপুরে বাড়ির সামনে খুন হন হাকিম শেখ নামে ২৫ বছরের এক যুবক।অভিযোগ, শরিফুল শেখ ও মুন্নাফ শেখ হাকিমদের বাড়ির সামনে দাঁড়িয়ে রাতে গালিগালাজ করছিল।আর তাঁর প্রতিবাদ করে হাকিমের দাদা হাবিব শেখ। তখন তাঁকে ওই দুই যুবক মারধর করে।আর দাদাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন হাকিম।তাঁকে লোহার রড দিয়ে প্রচণ্ড ভাবে মারধর করে খুড়তুতো দুই দাদা শরিফুল ও মুন্নাফ শেখ।
গুরুতর জখম অবস্থায় ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করানো হয় হাকিমকে।পরে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। বাড়ি ফেরার পরে ওই যুবক মারা যান। এরপরেই ফলতা থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ দু’জনকে গ্রেফতার করে।শুরু হয় মামলার কাজ।ডায়মন্ড হারবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়প্রকাশ সিংয়ের আদালতে দীর্ঘ ১০ বছর ধরে চলে মামলার শুনানি।আর সব শেষে শনিবার দুপুরে সাজা শোনালেন বিচারক জয়প্রকাশ সিং। দীর্ঘ সময় গেলেও অবশেষে সাজা হয়েছে অপরাধীর।আর তাতেই খুশি মৃতের পরিবারের সদস্যরা।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder