কোভিডের থেকেও ১০০ শতাংশ ভয়ঙ্কর, বার্ড ফ্লু মহামারির আকার নিতে পারে, সতকর্তা বিশেষজ্ঞদের

- আপডেট : ৫ এপ্রিল ২০২৪, শুক্রবার
- / 9
পুবের কলম, ওয়েবডেস্ক: করোনার আতংক থেকেও ১০০ শতাংশ ভয়ঙ্কর হতে চলেছে বার্ড ফ্লু মহামারি, সতর্কতা জারি করলেন বিশেষজ্ঞরা। সংক্রামিতদের মধ্যে অর্ধেকের বেশি মৃত্যু হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি ডেইলি মেইল ট্যাবলয়েডে বার্ড ফ্লু সমর্কিত এইচ৫এন১ স্ট্রেন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদন নিয়ে একটি বিশ্লেষণধর্মী অনুষ্ঠানে এই বিষয় নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। সভায় সতর্ক করা হয়, এই ভাইরাস ছড়িয়ে পড়লে এটি মহামারির আকার নিতে পারে। যা করোনার থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে।
বার্ড ফ্লু বিশেষজ্ঞ ডা. সুরেশ কুচিপুরী এইচ৫এনওয়ান ভাইরাসটিতে মহামারির পরিস্থিতি তৈরি করার সম্ভাবনা রয়েছে। যা মানুষ সহ স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সংক্রামণ ঘটাতে পারে। আমরা সেই বিপদের দিকে এগিয়ে এসেছি। ডা. সুরেশ কুচিপুরী বলেন, আমরা এখানে এই বলছি না যে ভাইরাসটি কিভাবে ছড়িয়ে পড়বে, আমরা জানাতে চাইছি এই ভাইরাসটি উপস্থিতির কথা, যে ভাইরাসের আক্রমণে বহু স্তন্যপায়ী প্রাণী আক্রান্ত হয়েছে। এই ভাইরাস মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে।
কানাডা ভিত্তিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি বায়োনিয়াগারার প্রতিষ্ঠাতা, বিশেষজ্ঞ, জন ফুলটন বলেন, এইচ৫এন১ স্ট্রেনটি ছড়িয়ে পড়ার তীব্রতার উপর জোর দিয়ে বলেন, এটির সংক্রামণ করোনার থেকেও সাংঘাতিক আকার ধারণ করতে পারে। মহামারির আকার নিলে ১০০ শতাংশের বেশি খারাপ পরিস্থিতি তৈরি করতে পারে। মৃত্যুর হার বাড়িয়ে দেবে। তবে এই ভাইরাসটি মানুষের মধ্যে সংক্রামণের মাধ্যমে নিজেকে পরিবর্তিত করতে থাকলে মৃত্যুর হার কিছুটা কমবে বলে আশা রাখতে পারি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে, ২০০৩ সাল থেকে এইচ৫এনওয়ান বার্ড ফ্লুতে আক্রান্ত প্রতি ১০০ জনের মধ্যে ৫২ জন মারা গিয়েছিল, ৮৮৭টি কেসে মোট ৪৬২ জনের মৃত্যু হয়েছিল। বিপরীতে, কোভিডের জন্য বর্তমান মৃত্যুর হার ০.১ শতাংশের কম। তবে মহামারিটি শুরুর দিকে ২০ শতাংশে ছিল।
প্রসঙ্গত, মিশিগানের একটি পোলট্রি ফার্ম ও টেক্সাসের ডিম উৎপাদনকারি ফার্মে এই সপ্তাহে এভিয়ান ফ্লু সংক্রামণের খবরটি সামনে আসে। গরু ও মানুষের মধ্যে সংক্রামণের প্রথম রিপোর্ট প্রকাশ পায়। কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) টেক্সাসের একজন দুগ্ধ খামার কর্মীর মধ্যে একটি এইচ৫এন১ ভাইরাস সংক্রমণ পাওয়া গেছে। হোয়াইট হাউসকে নিবিড় পর্যবেক্ষণ শুরু করতে অনুরোধ করেছে সিডিসি। ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়েছে আইডাহো, কানসাস, মিশিগান, নিউ মেক্সিকো এবং টেক্সাসে। যদিও মার্কিন স্বাস্থ্য আধিকারিকরা জনসাধারণকে অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন।