১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বাজারে আসবে ১০০ টাকার কয়েন, ‘মন কি বাতে’র একশোতম পর্বেই আত্মপ্রকাশ, ঘোষণা প্রধানমন্ত্রীর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, রবিবার
  • / 3

পুবের কলম, ওয়েবডেস্ক:  ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীর সঙ্গে কথা বলে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারে ১০০ টাকা বাজারে শীঘ্রই আসতে চলেছে বলে জানিয়েছে, মোদি সরকার। তবে এখনই বাজারে দেখা মিলবে না এই কয়েনের। নতুন এই ১০০ টাকার কয়েনের আকার হবে ৪৪ মিলিমিটারের কাছাকাছি। আগামী ৩০ এপ্রিল ‘মন কি বাতে’র একশোতম পর্ব। এই একশোতম পর্বতেই ১০০ টাকার কয়েন প্রকাশ করতে চলেছেন প্রধানমন্ত্রী। এবারের অনুষ্ঠান গোটা দেশেই বৃহত্তর পরিসরে প্রচারের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

নতুন এই ১০০ টাকার কয়েনের আকার হবে ৪৪ মিলিমিটারের কাছাকাছি। থাকবে চারটি ধাতুর মিশ্রন। থাকবে ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা, ০.৫ শতাংশ নিকেল, এবং ০.৫ শতাংশ দস্তা। অশোক স্তম্ভের সিংহ থাকবে কয়েনের উল্টোদিকে ঠিক মাঝখানে। ঠিক তার নিচে লেখা থাকবে ‘সত্যমেব জয়তে’। বাঁদিকে দেবনাগরি হরফে ভারত লেখা থাকবে। ডানদিকে ইংরেজিতে লেখা থাকবে ইন্ডিয়া । কয়েনে রুপির প্রতীক -এর পাশাপাশি অশোক স্তম্ভের সিংহের মূর্তির তলায় আন্তর্জাতিক সংখ্যায় ১০০ উল্লিখিত থাকবে। অন্যদিকে মন কি বাতের একশোতম পর্বে যেহেতু এই কয়েনের আত্মপ্রকাশ ঘটবে তাই সে উপলক্ষেও থাকছে চমক।

জানা গেছে,  কয়েনে থাকতে পারে মন কি বাতের লোগোও। শব্দ তরঙ্গ সহ থাকবে একটি মাইক্রোফোনের ছবি। ২০২৩ সালে যে এটি তৈরি তার উল্লেখও থাকবে। দেবনাগরি হরফ ও ইংরেজিতে লেখা থাকবে মন কি বাত ১০০।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাজারে আসবে ১০০ টাকার কয়েন, ‘মন কি বাতে’র একশোতম পর্বেই আত্মপ্রকাশ, ঘোষণা প্রধানমন্ত্রীর

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীর সঙ্গে কথা বলে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারে ১০০ টাকা বাজারে শীঘ্রই আসতে চলেছে বলে জানিয়েছে, মোদি সরকার। তবে এখনই বাজারে দেখা মিলবে না এই কয়েনের। নতুন এই ১০০ টাকার কয়েনের আকার হবে ৪৪ মিলিমিটারের কাছাকাছি। আগামী ৩০ এপ্রিল ‘মন কি বাতে’র একশোতম পর্ব। এই একশোতম পর্বতেই ১০০ টাকার কয়েন প্রকাশ করতে চলেছেন প্রধানমন্ত্রী। এবারের অনুষ্ঠান গোটা দেশেই বৃহত্তর পরিসরে প্রচারের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

নতুন এই ১০০ টাকার কয়েনের আকার হবে ৪৪ মিলিমিটারের কাছাকাছি। থাকবে চারটি ধাতুর মিশ্রন। থাকবে ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা, ০.৫ শতাংশ নিকেল, এবং ০.৫ শতাংশ দস্তা। অশোক স্তম্ভের সিংহ থাকবে কয়েনের উল্টোদিকে ঠিক মাঝখানে। ঠিক তার নিচে লেখা থাকবে ‘সত্যমেব জয়তে’। বাঁদিকে দেবনাগরি হরফে ভারত লেখা থাকবে। ডানদিকে ইংরেজিতে লেখা থাকবে ইন্ডিয়া । কয়েনে রুপির প্রতীক -এর পাশাপাশি অশোক স্তম্ভের সিংহের মূর্তির তলায় আন্তর্জাতিক সংখ্যায় ১০০ উল্লিখিত থাকবে। অন্যদিকে মন কি বাতের একশোতম পর্বে যেহেতু এই কয়েনের আত্মপ্রকাশ ঘটবে তাই সে উপলক্ষেও থাকছে চমক।

জানা গেছে,  কয়েনে থাকতে পারে মন কি বাতের লোগোও। শব্দ তরঙ্গ সহ থাকবে একটি মাইক্রোফোনের ছবি। ২০২৩ সালে যে এটি তৈরি তার উল্লেখও থাকবে। দেবনাগরি হরফ ও ইংরেজিতে লেখা থাকবে মন কি বাত ১০০।