সীমান্তে প্রচুর সোনার রিং সহ দশম শ্রেণী ছাত্রী গ্রেফতার
- আপডেট : ২ অক্টোবর ২০২২, রবিবার
- / 4
পুবের কলম, বসিরহাটঃ বসিরহাটের স্বরূপনগরের ভারত-বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেকপোস্টের ঘটনা। দশম শ্রেণীর ছাত্রী সাইকেলে করে ব্যাগের মধ্যে করে প্রচুর সোনার রিং নিয়ে যাচ্ছিল সীমান্তের দিকে। সেই সময় ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষী বাহিনী জওয়ানদের সন্দেহ হয়, তাকে জিজ্ঞাসাবাদ করতেই তার ব্যাগ থেকে ৫৮টি সোনার রিং উদ্ধার হয়। ওজন প্রায় ১৪০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় সাত লক্ষ টাকা। এই ছাত্রীর বাড়ি বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি সীমান্তে। কি জন্য সোনার রিং মজুদ করেছিল ব্যাগে, তদন্ত শুরু করেছে বিএসএফ। উদ্ধার হওয়া সোনার রিং ও ধৃত নাবালিকাকে তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। সোমবার ওই অভিযুক্তকে বসিরহাট মহাকুমা আদালতে তোলা হবে। কি কারনেই সোনার রিংগুলো ছাত্রী মজুদ করেছিল পাচারের উদ্দেশ্যে না অন্য কোন কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে তদন্তকারীরা। পাশাপাশি এর সঙ্গে কোন পাচার চক্রের যোগসূত্র আছে কিনা সেটাও তদন্ত রাখছে বিএসএফ ও পুলিশ।