নিরাপত্তা বাহিনীর জালে মণিপুরের ১১ জঙ্গি সদস্য

- আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, বুধবার
- / 40
পুবের কলম, ওয়েবডেস্ক: মণিপুরের তিন জায়গা থেকে ১১ জন জঙ্গি ক্যাডারকে গ্রেফতার করেছে নিরাপত্তারক্ষীরা। টেঙ্গনৌপাল, ইম্ফল পূর্ব এবং ইম্ফল পশ্চিম জেলা থেকে মঙ্গলবার এই জঙ্গিদের গ্রেফতার করা হয়েছে বলে বুধবার মণিপুর পুলিশ জানিয়েছে। এদের প্রত্যেকেই নাশকতার সঙ্গে যুক্ত বলে পুলিশের খাতায় অভিযোগ রয়েছে।
এদের মধ্যে চারজন উগ্রবাদী সংগঠন কেসিপি-র ক্যাডার। তাদের থুবাল জেলার সালুংফাম থেকে গ্রেফতার করা হয়েছে। এদের কাছ থেকে ম্যাগাজিন সহ পিস্তল, তিন রাউন্ড তাজা বুলেট ও ৩টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিষিদ্ধ সংগঠন সোশ্যালিস্ট রেভিলুশনারী পার্টি অফ কাংলেইপাক-এর তিন জন সক্রিয় সদস্যকে নিরাপত্তারক্ষীরা আটক করেছে ইম্ফল পূর্ব জেলার ওয়াইদু চেরু থেকে। এছাড়া ইম্ফল পশ্চিম জেলার লামফেল এলাকা থেকে কেসিপি-র এক সক্রিয় ক্যাডারকে ধরা হয়েছে।
কেন্দ্রীয় বাহিনী নিরন্তর যে তল্লাশি অভিযান চালাচ্ছে, তাতে সীমান্তের ৮১ নম্বর পিলারের নিকটবর্তী টেঙ্গনোপল জেলার মোরে শহর থেকে তিন জন ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের ক্যাডারকে গ্রেফতার করেছে।
২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে চলমান জতিদাঙ্গায় ২৬০ জন মানুষ জীবন হারিয়েছেন। এছাড়া হাজার হাজার মানুষ এখনও আশ্রয় শিবিরে দিন কাটাচ্ছেন। ইম্ফল উপত্যকার মেইতেই এবং সংলগ্ন পাহাড়ি অঞ্চলের কুকি জনজাতির মধ্যে চলা এই জাতিদাঙ্গার কোনও সুরাহা এখনও পর্যন্ত হল না। দিল্লিতে ক্রিপক্ষীয় বৈঠকের পরও শান্তি-সূত্র অধরা থেকে গেছে। অশান্ত মণিপুরে এখন রাষ্ট্রপতি শাসনে বিপুল নিরাপত্তা বাহিনীর মাঝেও মাঝেমধ্যে হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে।