মণিপুরে গ্রেফতার ১১ সন্দেহভাজন জঙ্গি

- আপডেট : ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার
- / 5
ইম্ফল: অশান্ত মণিপুরে গ্রেফতার করা হল ১১ জন সন্দেহভাজন জঙ্গিকে। শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ইম্ফল পশ্চিম জেলার ল্যাংথাবাল এলাকা থেকে তিন সন্দেহভাজন সন্ত্রাসবাদীকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে দুজন নিষিদ্ধ পিআরইপিএকে গোষ্ঠীর সক্রিয় সদস্য। অপরজন কাঙ্গেলি ইয়াওল কান্না লুপ (কেওয়াইকেএল) নামের সংগঠনের সঙ্গে যুক্ত। থৌবাল জেলার ইউনিংখং এলাকা থেকে সন্দেহভাজন এক সন্ত্রাসবাদীকে গ্রেফতার করা হয়েছে। বাকি যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে রয়েছে পিপল’স লিবারেশন আর্মি (পিএলএ)-এর এক ক্যাডার। রাজ্য পুলিশ জানিয়েছে, সামগ্রিকভাবে এই জঙ্গিদমন অভিযান চলাকালীন প্রচুর অস্ত্র, কার্তুজ প্রভৃতি উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, গত প্রায় দু’বছর ধরে জাতি দাঙ্গায় বিধ্বস্ত মণিপুর। এই সুযোগে সেখানে জঙ্গিদের দাপাদাপিও বাড়ছে বলে দাবি। এর আগে গত মাসেও মণিপুরের বিভিন্ন জেলা থেকে সন্দেহভাজন চারজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল। গত মার্চ মাসে যখন একসঙ্গে চার জঙ্গিকে গ্রেফতার করার খবর মণিপুর পুলিশের তরফে প্রকাশ্যে আনা হয়েছিল, সেবারও ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছিল। ধৃত চারজনই ইম্ফল উপত্যকার বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল বলে জানিয়েছিল পুলিশ।