মহামেডানের ১৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

- আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার
- / 8
পুবের কলম, ওয়েবডেস্ক: পায়ে পায়ে ১৩২ বছর পেরিয়ে এলো কলকাতার ঐতিহ্যবাহী মহামেডান স্পোর্টিং ক্লাব । একটা সময় যে ক্লাবে খেলে গিয়েছেন সামাদ, হাবিব, আকবর, লতিফউদ্দিন, নঈমউদ্দিন, সাব্বির আলীর মত ফুটবলাররা, সেই মহামেডান ক্লাবের কয়েকদিন আগেই নির্বাচন অনুষ্ঠিত হয়ে গিয়েছে।
গঠিত হয়ে গিয়েছে নতুন কমিটি। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক, ফুটবল সচিব, মাঠ সচিবসহ বিভিন্ন পদাধিকারীদের নিয়োগ করা হয়েছে।
আর সবাইকে সঙ্গে নিয়ে বুধবার সকালে ক্লাবের ১৩২তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো। ক্লাবের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে রেড রোডের ধারের ক্লাবটির ১৩২ তম প্রতিষ্ঠা দিবসের সূচনা করলেন সভাপতি আমিরউদ্দিন ববি, কার্যকরী সভাপতি মুহাম্মদ কামরুদ্দিনরা।
ক্লাব তাবুর সংস্কার চলছে। তাই জাঁক চমক সেই অর্থে ছিল না। ক্লাবের ১৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের পর এক প্রস্থ বৈঠকও সেরে নেন নবনির্বাচিত কর্মকর্তারা।