১৩ এপ্রিল ২০২৫, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নেপালে বিধ্বস্ত প্লেনের খোঁজ মিলল, উদ্ধার ১৪টি দেহ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ মে ২০২২, সোমবার
  • / 5

পুবের কলম, ওয়েবডেস্ক: নেপালে বিধ্বস্ত প্লেনটির সন্ধান পেয়েছে উদ্ধারকারী দল। সেখান থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের সন্ধানে তল্লাশি চলছে। রবিবার দেশটির তার এয়ারের একটি প্লেন ১৯ জন যাত্রী ও তিনজন ক্রু নিয়ে নিখোঁজ হয়।

প্লেনটিতে ১৩ জন নেপালি, চারজন ভারতীয় ও দু’জন জার্মান নাগরিক ছিলেন। নেপালের সেনাবাহিনী জানিয়েছে, নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর উত্তর-পশ্চিমাঞ্চলের মুস্তাং জেলায় প্লেনটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল নারায়ণ সিলওয়াল সোমবার সকালে সোশ্যাল সাইটে প্লেনটির ধ্বংসাবশেষের ছবি শেয়ার করেছেন। প্লেনটি পোখারা থেকে জমসমের উদ্দেশে যাত্রা করছিল।

তার এয়ারের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় রবিবার সকাল ৯টা ৫৫ মিনিটে পোখারা থেকে প্লেনটির সঙ্গে সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাথমিক অনুমান, ওই অঞ্চলে খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে ফ্লাইট চলাচল এতদিন স্বাভাবিক ছিল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নেপালে বিধ্বস্ত প্লেনের খোঁজ মিলল, উদ্ধার ১৪টি দেহ

আপডেট : ৩০ মে ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: নেপালে বিধ্বস্ত প্লেনটির সন্ধান পেয়েছে উদ্ধারকারী দল। সেখান থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের সন্ধানে তল্লাশি চলছে। রবিবার দেশটির তার এয়ারের একটি প্লেন ১৯ জন যাত্রী ও তিনজন ক্রু নিয়ে নিখোঁজ হয়।

প্লেনটিতে ১৩ জন নেপালি, চারজন ভারতীয় ও দু’জন জার্মান নাগরিক ছিলেন। নেপালের সেনাবাহিনী জানিয়েছে, নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর উত্তর-পশ্চিমাঞ্চলের মুস্তাং জেলায় প্লেনটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল নারায়ণ সিলওয়াল সোমবার সকালে সোশ্যাল সাইটে প্লেনটির ধ্বংসাবশেষের ছবি শেয়ার করেছেন। প্লেনটি পোখারা থেকে জমসমের উদ্দেশে যাত্রা করছিল।

তার এয়ারের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় রবিবার সকাল ৯টা ৫৫ মিনিটে পোখারা থেকে প্লেনটির সঙ্গে সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাথমিক অনুমান, ওই অঞ্চলে খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে ফ্লাইট চলাচল এতদিন স্বাভাবিক ছিল।