১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রামমন্দির নির্মাণের অনুদানের ১৫ হাজার চেক বাউন্স, যার আর্থিকমূল্য কমপক্ষে ২২ কোটি টাকা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২০ জুন ২০২২, সোমবার
  • / 4

পুবের কলম ওয়েবডেস্কঃ   জমিজটের অস্বস্তি কাটলেও নয়া ঝামেলার মুখে  নির্মীয়মান রামমন্দির প্রকল্প। মন্দির নির্মাণ প্রকল্পে সংগৃহীত অনুদানকে ঘিরে চরম সমস্যায় বিশ্বহিন্দু পরিষদ। অনুদানের জন্য সংগৃহীত ব্যাঙ্ক চেকের মধ্যে বাউন্স করেছে ১৫ হাজার চেক। যার আর্থিকমূল্য কমপক্ষে ২২ কোটি টাকা ।

অযোধ্যায় মন্দির নির্মানের জন্য কেন্দ্রের নির্দেশে গঠন করা হয়েছে রাম জন্মভূমি ট্রাস্ট। সম্প্রতি তাঁদের অডিট রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে। যদিও বিষয়টি ধর্ত্যব্যের মধেই আনতে রাজি নয় রাম জন্মভূমি ট্রাস্ট।

ট্রাস্টের অন্যতম সদস্য অনিল মিশ্র বিষয়টিকে টেকনিক্যাল ফল্ট বলেই জানিয়েছেন। ট্রাস্টের সদস্যদের কথায় সমস্যার সমাধান হওয়ার পর আমরা ভক্তদের অনুরোধ করব, তাঁরা যেন পুনরায় অনুদান পাঠান। আর যে ১৫ হাজার চেক নিয়ে সমস্যা দেখা দিয়েছে, তাদের মধ্যে ২ হাজার চেকই অযোধ্যা থেকে সংগৃহীত।’

অডিট রিপোর্টে বলা হয়েছে যারা অনুদান হিসেবে টাকা পাঠিয়েছেলেন তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকার জন্যই এই সমস্যা হয়েছে। তবে উড়িয়ে দেওয়া হচ্ছেনা প্রতারণার সম্ভাবনাও তাই দায়ের করা হয়েছে একাধিক এফআইআর। চলতি বছরের জানুয়ারি মাসে তহবিল গড়ার আবেদন জানায় বিশ্বহিন্দু পরিষদ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ২ লক্ষ টাকা এবং ৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।( ১৮৫)

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রামমন্দির নির্মাণের অনুদানের ১৫ হাজার চেক বাউন্স, যার আর্থিকমূল্য কমপক্ষে ২২ কোটি টাকা

আপডেট : ২০ জুন ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ   জমিজটের অস্বস্তি কাটলেও নয়া ঝামেলার মুখে  নির্মীয়মান রামমন্দির প্রকল্প। মন্দির নির্মাণ প্রকল্পে সংগৃহীত অনুদানকে ঘিরে চরম সমস্যায় বিশ্বহিন্দু পরিষদ। অনুদানের জন্য সংগৃহীত ব্যাঙ্ক চেকের মধ্যে বাউন্স করেছে ১৫ হাজার চেক। যার আর্থিকমূল্য কমপক্ষে ২২ কোটি টাকা ।

অযোধ্যায় মন্দির নির্মানের জন্য কেন্দ্রের নির্দেশে গঠন করা হয়েছে রাম জন্মভূমি ট্রাস্ট। সম্প্রতি তাঁদের অডিট রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে। যদিও বিষয়টি ধর্ত্যব্যের মধেই আনতে রাজি নয় রাম জন্মভূমি ট্রাস্ট।

ট্রাস্টের অন্যতম সদস্য অনিল মিশ্র বিষয়টিকে টেকনিক্যাল ফল্ট বলেই জানিয়েছেন। ট্রাস্টের সদস্যদের কথায় সমস্যার সমাধান হওয়ার পর আমরা ভক্তদের অনুরোধ করব, তাঁরা যেন পুনরায় অনুদান পাঠান। আর যে ১৫ হাজার চেক নিয়ে সমস্যা দেখা দিয়েছে, তাদের মধ্যে ২ হাজার চেকই অযোধ্যা থেকে সংগৃহীত।’

অডিট রিপোর্টে বলা হয়েছে যারা অনুদান হিসেবে টাকা পাঠিয়েছেলেন তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকার জন্যই এই সমস্যা হয়েছে। তবে উড়িয়ে দেওয়া হচ্ছেনা প্রতারণার সম্ভাবনাও তাই দায়ের করা হয়েছে একাধিক এফআইআর। চলতি বছরের জানুয়ারি মাসে তহবিল গড়ার আবেদন জানায় বিশ্বহিন্দু পরিষদ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ২ লক্ষ টাকা এবং ৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।( ১৮৫)