একদিকে ঘূর্ণিঝড় দানার তাণ্ডবে ভীত-সন্ত্রস্ত ওড়িশাবাসী। অন্যদিকে ভয়ংকর সেই বিপর্যয়ের মাঝেই ত্রাণশিবিরে ভূমিষ্ঠ হল ১৬০০ নবজাতক। সোশ্যাল সাইটে এই সুখবর প্রকাশ্যে এনেছেন খোদ ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরম মাঝি। দানার খবর প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে শুরু হয়েগিয়েছিল প্রস্তুতি। উপকূলবর্তী এলাকা থেকে ৬ লক্ষ মানুষকে আশ্রয় শিবিরে স্থানান্তর করা হয়। যাঁদের মধ্যে ৪ হাজার ৫০০ জন গর্ভবতী ছিলেন। যার মধ্যে ১৬০০ জন সন্তান প্রসব করেন।
সর্বসাকুল্যে ৬০০৮ টি ত্রাণ শিবির খোলা হয়। শুধুমাত্র বালাশোর থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয় প্রায় ১ লক্ষ ৭৩ হানার মানুষকে। ময়ুরভঞ্জ জেলায় এই সংখ্যাটা ছিল প্রায় একলক্ষ। সেখানে জল, ওষুধ, খাবার-সহ প্রয়োজনীয় সব জিনিসের ব্যবস্থা করা হয়।
দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী সেই মহিলাকে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যায়। সেখানে পুত্রসন্তানের জন্ম দেন মহিলা। সন্তান ও মা উভয়েই সুস্থ রয়েছে। জানা গেছে, ওই দম্পতি নবজাতকের নাম রাখেন ‘ডানা’।