রাশিয়াতেও সংগ্রামপুর ! বিষাক্ত মদ পানে মৃত্যু ১৮ জনের, অক্টোবরেই মৃত্যু পঞ্চাশ পার

- আপডেট : ১৭ অক্টোবর ২০২১, রবিবার
- / 6
রাশিয়ায় বিষাক্ত মদ পানে ১৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার ইয়েকাতেরিনবার্গ শহরে এই ঘটনা ঘটেছে বলে রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি জানিয়েছে।ইনভেস্টিগেটিভ কমিটি এক বিবৃতিতে জানায়, ওই ১৮ জন মিথেনলযুক্ত মদ পান করেন, যা সাধারণত শিল্প-কারখানায় ব্যবহার করা হয়ে থাকে। ফলে তাদের মৃত্যু হয়।
রাশিয়ার উরাল প্রদেশে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সরকারি তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিষমদ খেয়ে সেখানে ১৮ জনের মৃত্যু হয়েছে। ওই বেআইনি পানীয়তে মিথানল মিলেছে, যা অত্যন্ত বিষাক্ত।
জানা গিয়েছে, গত সপ্তাহ দুয়েক ধরেই রাশিয়ার চতুর্থ বৃহত্তম শহর ইয়েকাটেরিনবার্গে গত দুই সপ্তাহে বেআইনি ভাবে ওই মদ বিক্রি করা হচ্ছিল। আর তার পরিণামেই ঘটে যায় এতগুলি মৃত্যুর ঘটনা।
এর আগে এক তদন্তে বেরিয়ে আসে, রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক সপ্তাহের মধ্যে বিষাক্ত মদ পান করে ৩৪ জনের মৃত্যু হয়।এর আগেও মদ খেয়ে রাশিয়ায় গণমৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে। ২০১৬ তে সাইবেরিয়ায় মিথেনলযুক্ত অ্যালকোহল পানে ৭৭ জনের মৃত্যু হয়।
অক্টোবরের শুরুতেও একই ভাবে বিষমদ কেড়েছিল ৩৬ জনের প্রাণ। এর আগেও রাশিয়ায় এই ধরনের ঘটনা ঘটেছে। আসলে সেদেশে ২ কোটিরও বেশি মানুষ দারিদ্রসীমার নিচে বাস করেন। রাশিয়ার জনপ্রিয় পানীয় ভদকা গরিব মানুষদের কাছে বেশ দামি। তাই তাঁরা কম খরচে এই ধরনের বেআইনি মদ কিনেই নেশা করেন। এবার বিষাক্ত পদার্থ মেশানো এমন বেআইনি মদই কেড়ে নিল এতজনের প্রাণ।
উল্লেখ্য, ২০১৬ সালে রাশিয়ার সাইবেরিয়ায় ৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয় বিষমদ খেয়ে। সেই ঘটনায় প্রশাসন নড়েচড়ে বসে। দ্রুত এই সংক্রান্ত আইনকে আরও কড়া করা হয়।