পুবের কলম, ওয়েবডেস্ক: শিখ বিরোধী দাঙ্গায় দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ। বুধবার প্রাক্তন সাংসদ সজ্জন কুমারকে দোষী সাব্যস্ত করল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। এদিন আদালতের বিশেষ বিচারক কাবেরী বাওয়েজা অভিযুক্ত কংগ্রেস নেতাকে দোষী সাব্যস্ত করার নির্দেশ দিয়েছেন। আগামী ১৮ ফেব্রুয়ারি এই মামলার সাজা ঘোষণা করবেন বিচারক।
প্রসঙ্গত, ১৯৮৪ সালের ১ নভেম্বর শিখ বিরোধী দাঙ্গায় যশবন্ত সিং ও তাঁর ছেলে তরুণদীপ সিংকে খুন করার অভিযোগ উঠেছিল কুমারের বিরুদ্ধে। এই মামলায় দীর্ঘ সময়ে পর খুন দায়ে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত। অন্যদিকে দিল্লি ক্যান্টনে শিখ বিরোধী অপর একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে প্রাক্তন কংগ্রেস নেতাকে। বর্তমানে সজ্জন কুমার তিহার জেলে সাজা ভোগ করছেন। এবার আরও একটি খুনের মামলায় দোষী সাব্যস্ত হলেন তিনি।
Read More: ফের আইইডি বিস্ফোরণ, জম্মু-কাশ্মীরে নিহত দুই সেনা-জওয়ান
আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন দিল্লি শিখ গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটির সাধারণ সম্পাদক জগদীপ সিং কাহালোঁ। এদিন তিনি বলেছেন, “৪০ বছর আগে শিখ গণহত্যার নেতৃত্ব দেওয়া সজ্জন কুমারকে দোষী সাব্যস্ত করল আদালত। এবার তার সাজা ঘোষণা করা হবে। এজন্য আদালতকে ধন্যবাদ জানাই। কেন্দ্রে ক্ষমতায় ফিরে এই ঘটনার তদন্তের জন্য সিট গঠন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এজন্য মোদি-শাহকে ধন্যবাদ।”