পুলিশের গাড়ির ধাক্কায় গুরুতর জখম ২ শিশু, গ্রেফতার গাড়ির চালক
ইমামা খাতুন
- আপডেট :
১৩ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার
- / 15
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কুলতলি : রক্ষক যখন ভক্ষক। মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে দুই শিশুকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল খোদ এক পুলিশকর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কুলতলি থানার কালিতলা এলাকায়। আহত দুই শিশু হল সুপর্ণা নাইয়া(১৪), বুলবুল মাইতি(৭)। স্থানীয় মানুষজন আহত দুই শিশুকে উদ্ধার করে প্রথমে জামতলার জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। আর সেখানে অবস্থার অবনতি হওয়ায় জয়নগরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে বর্তমানে চিকিৎসা চলছে আহত দুই শিশুর।
এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগণার কুলতলিতে। অভিযুক্ত পুলিশকর্মী প্রশান্ত দে কলকাতা পুলিশের পার্কসার্কাস ট্রাফিক গার্ডের একজন হোমগার্ড। ঘটনার সময় তাঁর গাড়িতে আরও একজন ছিল বলে জানা গিয়েছে। কইখালি থেকে কলকাতা ফেরার পথে কুলতলি থানা এলাকার কালীতলায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।
স্থানীয় বাসিন্দা ও আহত দুই শিশুর পরিবারের অভিযোগ গাড়ির চালকের সিটে বসে থাকা ব্যক্তি মত্ত অবস্থায় ছিলেন ।নিজেকে পুলিশ বলে পরিচয় দেন তিনি। গাড়িটি কৈখালির দিক থেকে প্রচন্ড গতিতে এসে ধাক্কা মারে ওই দুই শিশুকে। রাস্তার ধারে ছিটকে পড়ে ঐ দুই শিশু। শিশু দুটি দোকানে খাবার কিনতে যাচ্ছিল। তখন পিছন দিক থেকে বেপরোয়া গতির গাড়িটি এসে তাদের ধাক্কা মারে।
পুলিশ সূত্রে খবর,একটি মারুতি ওয়াগনর গাড়ির ধাক্কা মারে ঐ দুই শিশুকে। এই ঘটনায় কলকাতা ট্রাফিক পুলিশের পার্কসার্কাস থানায় কর্মরত প্রশান্ত দে কে রবিবারই গ্রেফতার করে কুলতলি থানার পুলিশ। তিনিই গাড়িটির চালক ছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে আহত ঐ দুই শিশুর পরিবার চায় সঠিক ভাবে তদন্ত করা হোক এই ঘটনার।