সিকিমে আচমকা ধসের কবলে পড়ে মৃত্যু জলপাইগুড়ির ২ শ্রমিকের, আহত আরও ২

- আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, শনিবার
- / 6
পুবের কলম ওয়েব ডেস্কঃ রুটিরুজির জন্য যেতে হয়েছিল ভিন রাজ্যে। বছরের শেষ দিনে ফিরে আসার কথা ছিল। কিন্তু বাড়ি ফেরা আর হলো না। প্রকৃতির বিপর্যয়ের কাছে হার মানতে হল জলপাইগুড়ির দুই শ্রমিককে।
উল্লেখ্য, জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বারোপেটিয়া গ্রামপঞ্চায়েতের ঝাকুয়াপাড়া গ্রামের ৮ যুবক সিকিমে গিয়েছিলেন কাজের সূত্রেই। গত ১৫ ডিসেম্বর সিকিমের পেলিং এলাকায় যান তাঁরা। সেখানে একটি স্কাইওয়াক নির্মাণের কাজ। সেই স্কাইওয়াকের কাজের সঙ্গেই যুক্ত ছিলেন ওই ৮ জন।
যখন পেলিংয়ে ওই যুবকেরা কাজ করছিলেন, ঠিক সেই সময় আচমকাই ধস নামে। তার মধ্যে চাপা পড়ে যান ৪ জন শ্রমিক। ঘটনাটি ঠাহর করতে পেরেই উদ্ধার কাজে এগিয়ে আসেন উপস্থিত অন্যান্যরা। ধস সরিয়ে উদ্ধার করার পরে সবাইকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ২ জন শ্রমিককে মৃত বলে ঘোষণা করা হয়। অন্য দুজনের চিকিৎসা চলছে। মৃত দুই শ্রমিকের নাম রবি রায়(৩০) এবং সুধামা ওরাও (৪২)। বর্ষবরণের আগে এহেন ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর অনুসারে, শুক্রবার কাজ শেষ করে সেদিন বিকেলেই তাঁদের বাড়ি ফেরার কথা ছিল। তার আগেই এহেন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
প্রত্যক্ষদর্শী তিরেশ রায় জানান, পাঁচজন নিচে নেমে সাটারিংয়ের কাজ করছিলেন। সাটারিংয়ের কাঠ আনতে কিছুটা দূরে গিয়েছিলেন তিনি। আচমকা শব্দ। তাকিয়ে দেখেন হুড়মুড় করে পাহাড় ভেঙে পড়ছে। মুহূর্তের এই ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েন তিরেশ। ছুটে আসে আশপাশের লোকজন।
দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে গিয়ে দেখা করেন বারোপেটিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কৃষ্ণ দাস। জানান, যে সংস্থার হয়ে কাজ করতে গিয়েছিলেন ওই যুবকেরা, সেই সংস্থার সঙ্গে কথা বলেছেন। আর্থিক সাহায্যের ব্যাপারে কথা হয়েছে। পঞ্চায়েতের তরফে আহত ও নিহতদের পরিবারকে সমস্তরকম সহযোগিতারও আশ্বাস দেওয়া হয়েছে।