লস অ্যাঞ্জেলসে বন্দুকবাজের গুলিতে নিহত ২, আহত ৪
- আপডেট : ১১ এপ্রিল ২০২২, সোমবার
- / 3
পুবের কলম ওয়েবডেস্কঃমার্কিনযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এক বন্দুকধারীর গুলিতে দু’জন নিহত ও চারজন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে। রবিবার বিকেলে এই ঘটনা ঘটে। লস অ্যাঞ্জেলস কাউন্ট্রি শেরিফ বিভাগের এক সতর্ক বার্তায় বলা হয়– ব্লাকলে এভিনিউয়ের ১২২০০ নম্বর ব্লকে স্থানীয় সময় ৪টা ১৩ মিনিটে এই হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই পুরুষ নিহত হন।শরিফের বিভাগ জানায়– সেখানেবন্দুকহামলায় আহত আরও চারজনকে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ল্যাকুইন্সি জিমারম্যান তখনও চার্চে। শুনতে পান গুলির শধ। তাঁর কাছে একটা কল আসে।
জানতে পারেন তাঁর তরতাজা ছেলেটি গুলিবিদ্ধ। মায়ের মন। ফোন শোনার পরই দ্রুত রওনা হন। দেখেন গুলিবিদ্ধ অবস্থায় পরে রয়েছে দুটি দেহ। যার মধ্যে একটি তাঁর ছেলের। ১৭ বছরের তরুণের দেহ পড়েছিল। নিথর। মা জিমারম্যান জানিয়েছেন তাঁর ২১ বছরের তরুণ ছেলের দুইপায়ে গুলি লাগে। বর্তমানে সে হাসপাতালে। অপারেশন চলছে। প্রশাসনের তরফে জিমারম্যানের কথা মেনে নেওয়া হয়েছে। জানানো হয়েছে তদন্ত চলছে। জিমারম্যান বলেছিলেন যে শুটিংয়ের কয়েক মিনিট পরে তিনি যখন ঘটনাস্থলে পৌঁছেছিলেন– তখন মাটিতে ১০০ টিরও বেশি শেল ছিল। মাটিতে পড়েছিল আড়াই ইঞ্চি বুলেট ও একে-৪৭ থেকে।