BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট ল্যান্সডাউন প্লেসের নাম হবে ‘প্রতুল মুখোপাধ্যায় সরণি’ মার্চে ২০ কোটি ব্যায়ে আরও ১০০ উচ্চ মাধ্যমিক মাদ্রাসা পাচ্ছে কম্পিউটার ল্যাব লাউডস্পিকারে নিষেধাজ্ঞা, মসজিদের ছাদে খালি গলায় আজান মুয়াজ্জিনের ৬২০ ফিলিস্তিনি কারাবন্দির মুক্তি ছাড়া আলোচনা নয়: হামাস চিনের সঙ্গে বড় চুক্তি সাক্ষর মালদ্বীপের, ভাবাচ্ছে নয়াদিল্লিকে গাজায় ফের হামলার প্রস্তুতি, পশ্চিম তীরে পৌঁছেছে ইসরাইলি ট্যাঙ্ক প্রভাব বাড়াচ্ছে চিন, বেজিং যাচ্ছেন বিএনপি-সহ ২২ সদস্যের দল জার্মানিতে রক্ষণশীল দলের জয়, উচ্ছসিত ট্রাম্প বিধ্বস্ত গাজা পুনর্নির্মাণই সমাধানের পথ: জর্ডান পররাষ্ট্রমন্ত্রী পোপ ফ্রান্সিসের আরোগ্য কামনা আল-আজহারের গ্র্যান্ড ইমামের

২৪ ঘন্টার ২ টো খুন রায়দীঘিতে, এলাকায় চাঞ্চল্য

রিপোর্টার:
  • শেষ আপডেট: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : ২৪ ঘন্টার মধ্যে  ফের খুন রায়দীঘিতে। মঙ্গলবার সাত সকালে রায়দীঘি থানার  মোহাম্মদনগর বোলের বাজারে কুপিয়ে খুন করা হয় এক ব্যক্তিকে। উওেজনা এলাকায়। বসানো হলো পুলিশ পিকেট।

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থানার মথুরাপুর ২ নম্বর ব্লকের রায়দিঘি মোহাম্মদনগর বোলের বাজারে সাতসকালে প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে এলোপাতাড়ি ছুরি মেরে খুন করে দুষ্কৃতীরা। মৃত ব্যক্তির নাম শেখ বাহাদুর বয়স (৪৫)।

পুলিশ  সূত্রে খবর,মঙ্গলবার সাত সকালে চায়ের দোকানে চা খাচ্ছিলেন ওই ব্যক্তি।

সেই সময় অতর্কিত হবে শেখ বাহাদুরকে এলো পাথরে ছুরি মারে কয়েকজন দুষ্কৃতী।

তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুকিয়ে পড়েন। এলাকার মানুষরা ভয়ে চুপচাপ হয়ে পড়ে। এরপর দুষ্কৃতীরা চলে যাওয়ার পর তাঁর ভাইপো তড়িঘড়ি কাকাকে নিয়ে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে যায়।  হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে কি কারণে এমন ঘটনা ঘটল তা কেউ বলতে পারছেন না। এলাকায় উওেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে পুলিশি তল্লাশি চলছে। পারিবারিক বিবাদের জের এই খুন বলে স্থানীয়দের অনুমান। আর এই ঘটনার পরে এলাকার মানুষজন আতঙ্কিত। তবে ২৪ ঘন্টার মধ্যে দুটি পরপর খুনের পরে প্রশাসন রীতিমতো চাপে পড়ে গেল।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder