১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
রাতের শহরে ট্রাকের ধাক্কায় মৃত্যু ২ কিশোর বাইক আরোহীর

ইমামা খাতুন
- আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, শুক্রবার
- / 10
সুমিত দে: ট্রাকের ধাক্কায় মৃত্যু ২ বাইক আরোহীর। পুলিশ সূত্রে খবর, ২ জনই কিশোর। বয়স ১৫-১৬-র মধ্যে। বাড়ি খিদিরপুরে। চলতি বছরে দু’জনই মাধ্যমিক দিয়েছে। কারও মাথাতেই হেলমেট ছিল না। লাইসেন্স ছাড়াই রাতের শহরে বাইক নিয়ে বেরিয়ে পড়েছিল তারা।
তাদের আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে-এর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বোলে ঘোষণা করেন। এদিকে, ঘটনার পরই ট্রাক নিয়ে পালিয়ে যান চালক। পরে সিসিটিভি ক্যামেরা দেখে চালক কে আটক করে হেস্টিংস থানার পুলিশ। আটক করা হয় ট্রাকটি। দুই কিশোরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এসএসকেএমে।