আফগানিস্তানে মসজিদে হামলায় নিহত ২০, গুরুতর আহত আরও অনেকে

- আপডেট : ১৮ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার
- / 3
পুবের কলম ওয়েব ডেস্কঃ ফের বিস্ফোরণ কাবুলে।বুধবার ১৭ অগাস্ট সন্ধ্যের নামাযের সময় কাবুলের এক মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।এদিনের ঘটনায় ২১ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছে।মৃতদের মধ্যে ওই মসজিদের ইমামও আছেন।এ ইমামের নাম মোল্লা আমির মোহাম্মদ কাবুলি। এই বিস্ফোরণের জেরে হতাহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলেই সংশ্লিষ্ট সব মহলের আশঙ্কা।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকলবাহিনী।আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসাধীন অবস্থায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে খবর।
কাবুলে একটি হাসপাতাল পরিচালনা করা ইতালীয় বেসরকারি সংস্থা (এনজিও) ইমার্জেন্সি জানিয়েছে, ওই বিস্ফোরণে আহত ২৭ জনের চিকিৎসা দেওয়ার সময় তিন জন মারা গেছে; আহতদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে।
কাবুল নিরাপত্তা বিভাগ সূত্রে খবর,কাবুলের ১৭তম নিরাপত্তা জেলায় ওই বিস্ফোরণ ঘটেছে। তবে তালিবানের তরফে এখনও মৃতের সংখ্যা নির্দিষ্ট করে বলা হয়নি, জানানো হয়নি ক্ষয়ক্ষতি নিয়েও। তারা দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজ চলাকালে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।প্রসঙ্গত, গত সপ্তাহে এই কাবুলেই আত্মঘাতী বোমা হামলায় তালেবানপন্থি এক ধর্মীয় নেতা নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, এটি একটি আত্মঘাতী হামলা ছিল।এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।
সংবাদ সংস্থাগুলোকে প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তর কাবুলের উপকণ্ঠে খায়ের খান্নায় সিদ্দিকিয়া মসজিদে শক্তিশালী বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বাসাবাড়ির জানালার কাচ ভেঙে যায়।