পুবের কলম প্রতিবেদক : চালকের ব্যবস্থা আগেই করা হয়েছিল। এবার কেনা হচ্ছে বাহন। ৯০০ বাসচালক নিয়োগের সিদ্ধান্ত মন্ত্রিসভায় আগে নেওয়া হয়েছিল। এবার পুজোর আগে মিডি, সেমি এবং ডিলাক্স — এই তিন ধরনের সিএনজি বাস কিনে রাস্তায় নামাতে চলেছে রাজ্য পরিবহণ দফতর। এজন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ করেছে অর্থ দফতর।
সরকারি বাস পরিষেবার ঘাটতি নিয়ে দিনে দিনে যাত্রী-সাধারনের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছিল। গত বছর এক প্রশাসনিক বৈঠকে সরকারি পরিবহণ ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভৎসনার মুখে পড়েছিলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এই ভৎসনার পরে পরিবহণ মন্ত্রী স্বয়ং তাঁর আধিকারিকদের নিয়ে রাস্তায় নেমে জনগণের অভিযোগের কারণ পর্যবেক্ষণ করেছিলেন। রাস্তায় সরকারি বাসের ট্রিপ বাড়ানোর জন্য আরও বেশি সংখ্যক নতুন বাস কেনার সুপারিশ করেছিলেন মন্ত্রী। সেই মর্মে আবেদন জানিয়েছিলেন অর্থ দফতরের কাছেও।
সেই আবেদনে সিলমোহর পড়ল এবার। ঠিক করা হয়েছে বারো মিটারের ছবি ডিলাক্স বাস ১২০ টি, একই মাপের ডিলাক্স বাক্স ৫০টি এবং নয় মিটারের লম্বা মিডি বাস কেনা হবে ৩০ টি। যাদের প্রতিটির দাম যথাক্রমে ৬৫ লাখ,৭০ লক্ষ ৪০ হাজার এবং ৪২ লক্ষ টাকা টাকা। পরিবহন দফতরের এক আধিকারিকের মতে এখন শুধু বাস কিনলেই হয় না, সেই বাস পরিবেশবান্ধবও হতে হয়। সেই জন্য অনেক বিচার বিবেচনা করে ২০০টি সিএনজি বাস কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ফলে একদিকে যেমন যাত্রী পরিষেবা দেওয়া যাবে তেমনই পরিবেশ দূষণও রোধ করা যাবে।