ইসলাম গ্রহণ করলেন মালাউয়ির ২০০ মানুষ

- আপডেট : ৬ জুলাই ২০২২, বুধবার
- / 9
পুবের কলম ওয়েবডেস্কঃ ব্রিটিশ নওমুসলিম আবদুর রহিম গ্রিনের দাওয়াতে দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মালাউয়ির অন্তত ২০০ অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণের আগে তাঁর নাম ছিল অ্যান্থনি ফ্যাটসাউফ গালভিন গ্রিন। ১৯৮৮ সালে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন। মুসলিম হওয়ার পর তিনি সরাসরি মানুষের কল্যাণমূলক কাজে জড়িয়ে পড়েন।
ইসলামের মৌলিক জ্ঞানার্জনের পাশাপাশি পবিত্র কুরআন হিফজ করেন। ইসলাম প্রচারে তাঁর এই অভাবনীয় সাফল্যের কথা তিনি নিজেই ফেসবুকে শেয়ার করেছেন। ১ জুলাই তিনি তাঁর ভেরিফায়েড পেজে একটি ভিডিয়ো শেয়ার করেন। যেখানে দেখা যায়, দুই অমুসলিমকে ইসলামের ছায়াতলে আনতে সাহায্য করছেন তিনি, অমুসলিমদের কলেমা শাহাদাত পাঠ করাচ্ছেন।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো দেখে আরও বহু মানুষ ইসলামের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন। আবদুর রহমান গ্রিন তাঁর বাকি জীবনটাও ইসলাম প্রচার করে এবং গরিব-এতিমদের সাহায্য করে কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই উপলক্ষে এক দেশ থেকে আরেক দেশের ধর্মীয় সভা-মজলিশে অবিরত ছুটে চলেছেন তিনি।
উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মালাউয়ির সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিস্টান। খ্রিস্ট ধর্ম প্রচারের নানা উদ্যোগ সেখানে লক্ষণীয়, বিপরীতে মুসলিমদের জন্য উপযোগী পরিবেশ নেই দেশটিতে। তবে সাম্প্রতিক সময়ে দেশটিতে দ্রুত বিকশিত হচ্ছে ইসলাম। দেশটির ইসলামি সেবা সংস্থা ও সংগঠনের তথ্য মতে, স্থানীয় মুসলিমদের সংখ্যা অতি অল্প সময়ে শতকরা ১৫ শতাংশ থেকে বেড়ে ৩৫ শতাংশ হয়েছে।