গরমে দিল্লির রাস্তা থেকে তুলে নেওয়া হল ২০০০ বাস, বিজেপি দুর্নীতিগ্রস্ত তোপ আপের

- আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, সোমবার
- / 194
পুবের কলম, ওয়েবডেস্ক: গরমের মধ্যে দিল্লি থেকে আচমকা প্রায় দু’হাজার বাস তুলে নিয়েছে বিজেপি সরকার। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন আম আদমি পার্টি। সরকার ঘুষ এবং কমিশনের বিনিময়ে পুঁজিবাদী বন্ধুদের হাতে সরকারি বাসের টেন্ডার তুলে দিচ্ছে বলে অভিযোগ করেছে কেজরির দল আপ। সাংবাদিক সম্মেলন করে আপের প্রধান মুখপাত্র প্রিয়াঙ্কা কাক্কর বলেন, “সরকারের এই পদক্ষেপের ফলে ভোগান্তি শিকার সাধারণ যাত্রীরা। তীব্র গরমের মধ্যে হাজার হাজার যাত্রী বাসের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।” তিনি দাবি করেন, “আপ সরকারের আমলে যাত্রীদের এক মিনিটের বেশি বাসস্ট্যান্ডে দাঁড়াতে হত না। কিন্তু বর্তমান সরকারের আমলে যাত্রী ভোগান্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। গরমের মধ্যে সাধারণ মানুষকে এক ঘণ্টা পর্যন্ত বাসস্ট্যান্ডে অপেক্ষা করতে হচ্ছে।”
প্রিয়াঙ্কা কাক্কর আরও দাবি করেন, “আপের আমলে যাত্রীদের বাসেও দাঁড়াতে হত না। প্রতিটি যাত্রী যাতে বসে ভ্রমণ করতে পারে সেই নিয়ম চালু করেছিল আম আদমি পার্টি। তবে বিজেপি সরকারের আমলে প্রতিটি বাস যাত্রীতে ঠাসা। অতিরিক্ত ভিড় সামলাতে ব্যর্থ গেরুয়া সরকার। আর বিকল্প কোনও ব্যবস্থা না করেই দিল্লির রাস্তা থেকে প্রায় দু’হাজার বাস তুলে নেওয়া হল।” তিনি বলেন, “আপ সরকারের সময় দিল্লিতে ৭ হাজার ৫৮২টি ডিটিসি বাস ছিল। মহল্লা এবং ক্লাস্টার বাস পরিষেবা চালু করা হয়েছিল। সেই সঙ্গে ১ হাজার ৬৫০টি বৈদ্যুতিক বাসও চলত। তার উপর বিলাসবহুল বাস চালানোর সিদ্ধান্তও নিয়েছিল আপ সরকার।”
তিনি জোর দিয়ে বলেন, দিল্লি রাজধানী হওয়ার কারণে জনসংখ্যা এবং যানবাহনের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ২০১৭ সালের একটি প্রতিবেদন অনুসারে, যানজটের দিক থেকে দিল্লি বিশ্বের চতুর্থ সর্বাধিক যানজটপূর্ণ রাজধানীতে পরিণত হয়েছে। সেক্ষেত্রে সড়ক কাঠামো এবং গণপরিবহন ব্যবস্থার উন্নয়নের উপর জোড় দেয় আপ সরকার। তা অনেকাংশ উন্নতি করা হয় বলে আপ মুখপাত্র উল্লেখ করেন। দিল্লি নির্বাচন হয়েছে মাত্র দু’মাস হয়েছে। দু’মাসের মধ্যেই দিল্লিকে পদ্ম সরকার পিছিয়ে দিয়েছে বলে তোপ দেগেছেন প্রিয়াঙ্কা কাক্কর। কোনও বিকল্প ব্যবস্থা না করেই আচমকা ২ হাজার বাস তুলে নেওয়া হয়েছে বলে ক্ষোভ উগরে দেন তিনি।
বিজেপি সরকার দুর্নীতিগ্রস্ত বলেও একহাত নেন তিনি। সরকার দুর্নীতিগ্রস্ত বলেই পরিকল্পনা ছাড়াই আচমকা ২ হাজার বাস তুলে নেওয়া হয়েছে। ঘুষ এবং কমিশন চক্রের বাড়বাড়ন্ত করার জন্যই এই ব্যবস্থা বলেও আপ মুখপাত্র তোপ দাগেন। বিজেপির দুর্নীতির বোঝা দিল্লির জনগণকে ভুগতে হবে বলেও জানান তিনি।