Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the login-customizer domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u419551674/domains/puberkalom.in/public_html/wp-includes/functions.php on line 6121
২০২৫ ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ধরণ | Puber Kalom
১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

২০২৫ ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ধরণ

সুস্মিতা
  • আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার
  • / 59

আশিকুল আলম বিশ্বাস: অনেকের জীবনের স্বপ্ন থাকে সিভিল সার্ভিস বা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা আইএএস পরীক্ষা দিয়ে ভারত সরকারের সর্বোচ্চ প্রশাসনিক পদে নিযুক্ত হয়ে দেশের জনগণের সেবা করা। আইএএস হয়ে প্রথমেই এসডিও,পরে ডিএম,আরও পরে চাকরির শেষ জীবনে সর্বোচ্চ প্রসাশনিক পদ চিপ সেক্রেটারি হওয়া যায়। তেমনি আইপিএস হয়ে প্রথমেই এসডিপিও,পরে এসপি,আরও পরে চাকরির শেষ জীবনে পুলিশের সর্বোচ্চ পদ ডিজিপি হওয়া যায়। এই পরীক্ষা বেশ কঠিন ধরনের । ১০ লক্ষের উপর পরীক্ষার্থী প্রতি বছর দেশের প্রতিটি কোণ থেকে এই পরীক্ষায় বসার জন্য ফর্ম ফিল আপ করে থাকে। চূড়ান্ত পর্যায়ে সফলতা পান মাত্র ৮০০ থেকে ১০০০ জন।এই পরীক্ষায় পাশ করতে হলে মেধার পাশাপাশি প্রচণ্ড ধৈর্য ও কঠোর অধ্যবসায়ের প্রয়োজন। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস), ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস), ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস) সহ ২৩টি গুরুত্বপূর্ণ পদে ৯৭৯ জন নিয়োগের জন্য এ’বছর এই পরীক্ষাটি নেওয়া হচ্ছে। পরীক্ষাটি হবে তিনটি ধাপে- প্রিলিম্স ,মেন ও শেষে পার্সোনালিটি টেস্ট।প্রিলিম্স হবে ৪০০ নম্বরের। মেন পরীক্ষা ১৭৫০ নম্বরের এবং পার্সোনালিটি টেস্ট হবে ২৭৫ নম্বরের । এই পরীক্ষার জন্য এ’বছর নোটিফিকেশন বের হয়েছে গত ২২ জানুয়ারি এবং ১১ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে ফর্ম ফিলাপ করা যাচ্ছে। এই পরীক্ষায় বসার জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোন বিষয়ে স্নাতক,অনার্স কিংবা পাশ হলেই চলে। জেনারেল ক্যাটাগরির পরীক্ষার্থীরা সর্বাধিক ৬ বার,ওবিসিরা সর্বাধিক ৯ বার,এসসি,এসটিরা তাদের জন্য নির্দিস্ট করা বয়সের ভিতর যতবার খুশি এই পরীক্ষা দিতে পারেন।আইএএস পরীক্ষার জন্য আবেদনকারীর বয়স ২১ বছর থেকে ৩২ বছরের মধ্যে হতে হয়। তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (এসসি/এসটি) প্রার্থীরা সর্বাধিক বয়সের সীমাতে ৫ বছর ছাড় পান। অন্যান্য অনগ্রসর জাতি (ওবিসি) প্রার্থীরা ৩ বছরের ছাড় পান। এছাড়া পিডব্লিউডি প্রার্থীরা সর্বোচ্চ দশ বছর পর্যন্ত বয়সের ছাড় পান।
এ’বছর প্রিলিম্স পরীক্ষ হবে কলকাতা , শিলিগুড়ি সহ ভারতের ৮০ টি পরীক্ষা কেন্দ্রে আগামী ২৫মে এবং মেন্স পরীক্ষা হবে কলকাতা সহ দেশের ২৪ টি কেন্দ্রে। প্রিলিম্সের রেজাল্ট বের হবে পরের মাসে। প্রিলিম্সে উত্তীর্ণ হলে মেন পরীক্ষার জন্য আবেদন করতে হবে upsc.gov.in অথবা upsconline.nic.in এদের যেকোনো একটি ওয়েবসাইটে গিয়ে। প্রিলিম্স ৪০০ নম্বরের(২০০+২০০) পরীক্ষা। প্রিলিম্সে দুটি পেপার থাকে ।জেনারেল স্টাডিজ পেপার ১(জেনারেল এবিলিটি টেস্ট বা জিএটি এবং জেনারেল স্টাডিজ), পেপার ২(সিভিল সার্ভিসেস এপটিচুড টেস্ট -সিএসএটি) । পেপার-১ এ থাকে বিজ্ঞান ও প্রযুক্তি, ইতিহাস ও সংস্কূতি, ভূগোল, ভারতীয় রাজনীতি, ভারতীয় অর্থনীতি, পরিবেশ, সাম্প্রতিক ঘটনাবলী সংক্রান্ত প্রশ্ন। দুটি পেপারই অবজেক্টিভ টাইপ ও মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হয় । নেগেটিভ মারকিং থাকে (১/৩)। দ্বিতীয় পেপারটি কোয়ালিফাইং পেপার । এটির নম্বর মেরিট লিস্টে যুক্ত হয় না। এটিতে ৩৩ শতাংশ নম্বর পেলে তবেই পাশ ধরে নেওয়া হয়। তারপর প্রথম পেপারের নম্বর দেখে মেন পরীক্ষায় বসার ছাড়পত্র মেলে। দুটি পেপারেরই পরীক্ষার সময় ২ ঘন্টা করে মোট ৪ ঘন্টা। প্রথম পেপারে থাকে ১০০টি প্রশ্ন। প্রতি প্রশ্নে ২ নম্বর অর্থাৎ ২০০ নম্বর ,আর দ্বিতীয় পেপারটিতে থাকে ৮০টি প্রশ্ন,প্রতি প্রশ্নে আড়াই নম্বর অর্থাৎ ২০০ নম্বর। দুটি পেপারের প্রশ্নই ইংরেজি ও হিন্দিতে হয়। ডিসেম্বর মাসে ৯ টি পেপারের উপর মেন পরীক্ষা হয়ে থাকে । মেন পরীক্ষা পুরোটাই লিখিত হয় আর নিজ মাতৃভাষাতেও দেওয়া যায় । কেউ চাইলে বাংলা ভাষায় পুরো মেন পরীক্ষা দিতে পারেন।মেন পরীক্ষায় অপশনাল পেপারের লিস্ট থেকে একটি বিষয়ের দুটি পেপার নিতে হয়। মেন্স পরীক্ষা দুটি ক্যাটাগরির-কোয়ালিফায়িং পেপার্স এবং মেরিট লিস্টের স্থান পাওয়ার পেপার্স। কোয়ালিফাইং পেপার্সের মধ্যে পেপার -এ তে সংবিধানের অষ্টম তফশীল ভূক্ত যেকোনো একটি ভাষা বিষয়ে ৩০০ নম্বরের পরীক্ষা এবং পেপার -বি তে ৩০০ নম্বরের ইংরেজি থাকে। ওই পেপার দুটি ম্যাট্রিকুলেশন বা সমপর্যায়ের হয় এবং পৃথকভাবে এই দুটি পেপারে ২৫ শতাংশ বা তার বেশি পেলে কোয়ালিফাই করা যায়। মেরিট লিস্ট তৈরির ক্ষেত্রে কার্যকরী ২৫০ নম্বর করে এসে টাইপের ৭টি পেপারে মোট ১৭৫০ নম্বরের ৩ ঘন্টা সময়ের পরীক্ষা দিতে হয়। এরপর পার্শনালিটি টেস্ট ২৭৫ নম্বরের। এই ৭ টি পেপার হল- পেপার -১ তে প্রবন্ধ বা এসে লিখতে হয়। পেপার -২তে জেনারেল স্টাডিজ ১(ইণ্ডিয়ান হেরিটেজ অ্যান্ড কালচার, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি অফ দ্যা ওয়ার্ল্ড অ্যান্ড সোসাইটি)। পেপার ৩ তে জেনারেল স্টাডিজ ২(গভর্নন্স, কনস্টিটিউশন,পলিটি, সোস্যাল জাস্টিস অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন্স)। পেপার ৪ তে জেনারেল স্টাডিজ -৩(টেকনোলজি, ইকোনমিক ডেভেলপমেন্ট, বায়োডাইভার্সিটি, এনভায়রনমেন্ট, সিকিউরিটি, অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট)। পেপার -৫ তে জেনারেল স্টাডিজ -৪( এথিক্স,ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিচুড)। পেপার -৬ তে অপশনাল সাবজেক্ট -পেপার ১ এবং পেপার ৭ তে অপশনাল সাবজেক্টের দুটি পেপার।মেন পরীক্ষার রেজাল্ট বের হয় জানুয়ারি-ফ্রেবরুয়ারিতে। তার কিছুদিন পরেই শুরু হয়ে যায় পার্সোনালিটি টেস্ট। মেন পরীক্ষায় মেরিট লিস্ট দেখে ডাকা হয় পার্সোনালিটি টেস্টে। সেটি হয় ২৭৫ নম্বরের। মোট ২০২৫ নম্বরের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করে ইউপিএসসি। মেরিট লিস্টের প্রথম দিকে যাদের নাম থাকে তারা আইএএস হন, তারপর আইএফএএস,তারপর যাদের নাম থাকে তারা আইপিএস হন। এরপর আরও ২০ ধরনের বিভিন্ন ডিপার্টমেন্টের উচ্চপদের চাকরিতে যোগদান করেন চূড়ান্তভাবে সফল প্রার্থীরা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২০২৫ ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ধরণ

আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার

আশিকুল আলম বিশ্বাস: অনেকের জীবনের স্বপ্ন থাকে সিভিল সার্ভিস বা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা আইএএস পরীক্ষা দিয়ে ভারত সরকারের সর্বোচ্চ প্রশাসনিক পদে নিযুক্ত হয়ে দেশের জনগণের সেবা করা। আইএএস হয়ে প্রথমেই এসডিও,পরে ডিএম,আরও পরে চাকরির শেষ জীবনে সর্বোচ্চ প্রসাশনিক পদ চিপ সেক্রেটারি হওয়া যায়। তেমনি আইপিএস হয়ে প্রথমেই এসডিপিও,পরে এসপি,আরও পরে চাকরির শেষ জীবনে পুলিশের সর্বোচ্চ পদ ডিজিপি হওয়া যায়। এই পরীক্ষা বেশ কঠিন ধরনের । ১০ লক্ষের উপর পরীক্ষার্থী প্রতি বছর দেশের প্রতিটি কোণ থেকে এই পরীক্ষায় বসার জন্য ফর্ম ফিল আপ করে থাকে। চূড়ান্ত পর্যায়ে সফলতা পান মাত্র ৮০০ থেকে ১০০০ জন।এই পরীক্ষায় পাশ করতে হলে মেধার পাশাপাশি প্রচণ্ড ধৈর্য ও কঠোর অধ্যবসায়ের প্রয়োজন। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস), ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস), ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস) সহ ২৩টি গুরুত্বপূর্ণ পদে ৯৭৯ জন নিয়োগের জন্য এ’বছর এই পরীক্ষাটি নেওয়া হচ্ছে। পরীক্ষাটি হবে তিনটি ধাপে- প্রিলিম্স ,মেন ও শেষে পার্সোনালিটি টেস্ট।প্রিলিম্স হবে ৪০০ নম্বরের। মেন পরীক্ষা ১৭৫০ নম্বরের এবং পার্সোনালিটি টেস্ট হবে ২৭৫ নম্বরের । এই পরীক্ষার জন্য এ’বছর নোটিফিকেশন বের হয়েছে গত ২২ জানুয়ারি এবং ১১ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে ফর্ম ফিলাপ করা যাচ্ছে। এই পরীক্ষায় বসার জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোন বিষয়ে স্নাতক,অনার্স কিংবা পাশ হলেই চলে। জেনারেল ক্যাটাগরির পরীক্ষার্থীরা সর্বাধিক ৬ বার,ওবিসিরা সর্বাধিক ৯ বার,এসসি,এসটিরা তাদের জন্য নির্দিস্ট করা বয়সের ভিতর যতবার খুশি এই পরীক্ষা দিতে পারেন।আইএএস পরীক্ষার জন্য আবেদনকারীর বয়স ২১ বছর থেকে ৩২ বছরের মধ্যে হতে হয়। তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (এসসি/এসটি) প্রার্থীরা সর্বাধিক বয়সের সীমাতে ৫ বছর ছাড় পান। অন্যান্য অনগ্রসর জাতি (ওবিসি) প্রার্থীরা ৩ বছরের ছাড় পান। এছাড়া পিডব্লিউডি প্রার্থীরা সর্বোচ্চ দশ বছর পর্যন্ত বয়সের ছাড় পান।
এ’বছর প্রিলিম্স পরীক্ষ হবে কলকাতা , শিলিগুড়ি সহ ভারতের ৮০ টি পরীক্ষা কেন্দ্রে আগামী ২৫মে এবং মেন্স পরীক্ষা হবে কলকাতা সহ দেশের ২৪ টি কেন্দ্রে। প্রিলিম্সের রেজাল্ট বের হবে পরের মাসে। প্রিলিম্সে উত্তীর্ণ হলে মেন পরীক্ষার জন্য আবেদন করতে হবে upsc.gov.in অথবা upsconline.nic.in এদের যেকোনো একটি ওয়েবসাইটে গিয়ে। প্রিলিম্স ৪০০ নম্বরের(২০০+২০০) পরীক্ষা। প্রিলিম্সে দুটি পেপার থাকে ।জেনারেল স্টাডিজ পেপার ১(জেনারেল এবিলিটি টেস্ট বা জিএটি এবং জেনারেল স্টাডিজ), পেপার ২(সিভিল সার্ভিসেস এপটিচুড টেস্ট -সিএসএটি) । পেপার-১ এ থাকে বিজ্ঞান ও প্রযুক্তি, ইতিহাস ও সংস্কূতি, ভূগোল, ভারতীয় রাজনীতি, ভারতীয় অর্থনীতি, পরিবেশ, সাম্প্রতিক ঘটনাবলী সংক্রান্ত প্রশ্ন। দুটি পেপারই অবজেক্টিভ টাইপ ও মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হয় । নেগেটিভ মারকিং থাকে (১/৩)। দ্বিতীয় পেপারটি কোয়ালিফাইং পেপার । এটির নম্বর মেরিট লিস্টে যুক্ত হয় না। এটিতে ৩৩ শতাংশ নম্বর পেলে তবেই পাশ ধরে নেওয়া হয়। তারপর প্রথম পেপারের নম্বর দেখে মেন পরীক্ষায় বসার ছাড়পত্র মেলে। দুটি পেপারেরই পরীক্ষার সময় ২ ঘন্টা করে মোট ৪ ঘন্টা। প্রথম পেপারে থাকে ১০০টি প্রশ্ন। প্রতি প্রশ্নে ২ নম্বর অর্থাৎ ২০০ নম্বর ,আর দ্বিতীয় পেপারটিতে থাকে ৮০টি প্রশ্ন,প্রতি প্রশ্নে আড়াই নম্বর অর্থাৎ ২০০ নম্বর। দুটি পেপারের প্রশ্নই ইংরেজি ও হিন্দিতে হয়। ডিসেম্বর মাসে ৯ টি পেপারের উপর মেন পরীক্ষা হয়ে থাকে । মেন পরীক্ষা পুরোটাই লিখিত হয় আর নিজ মাতৃভাষাতেও দেওয়া যায় । কেউ চাইলে বাংলা ভাষায় পুরো মেন পরীক্ষা দিতে পারেন।মেন পরীক্ষায় অপশনাল পেপারের লিস্ট থেকে একটি বিষয়ের দুটি পেপার নিতে হয়। মেন্স পরীক্ষা দুটি ক্যাটাগরির-কোয়ালিফায়িং পেপার্স এবং মেরিট লিস্টের স্থান পাওয়ার পেপার্স। কোয়ালিফাইং পেপার্সের মধ্যে পেপার -এ তে সংবিধানের অষ্টম তফশীল ভূক্ত যেকোনো একটি ভাষা বিষয়ে ৩০০ নম্বরের পরীক্ষা এবং পেপার -বি তে ৩০০ নম্বরের ইংরেজি থাকে। ওই পেপার দুটি ম্যাট্রিকুলেশন বা সমপর্যায়ের হয় এবং পৃথকভাবে এই দুটি পেপারে ২৫ শতাংশ বা তার বেশি পেলে কোয়ালিফাই করা যায়। মেরিট লিস্ট তৈরির ক্ষেত্রে কার্যকরী ২৫০ নম্বর করে এসে টাইপের ৭টি পেপারে মোট ১৭৫০ নম্বরের ৩ ঘন্টা সময়ের পরীক্ষা দিতে হয়। এরপর পার্শনালিটি টেস্ট ২৭৫ নম্বরের। এই ৭ টি পেপার হল- পেপার -১ তে প্রবন্ধ বা এসে লিখতে হয়। পেপার -২তে জেনারেল স্টাডিজ ১(ইণ্ডিয়ান হেরিটেজ অ্যান্ড কালচার, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি অফ দ্যা ওয়ার্ল্ড অ্যান্ড সোসাইটি)। পেপার ৩ তে জেনারেল স্টাডিজ ২(গভর্নন্স, কনস্টিটিউশন,পলিটি, সোস্যাল জাস্টিস অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন্স)। পেপার ৪ তে জেনারেল স্টাডিজ -৩(টেকনোলজি, ইকোনমিক ডেভেলপমেন্ট, বায়োডাইভার্সিটি, এনভায়রনমেন্ট, সিকিউরিটি, অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট)। পেপার -৫ তে জেনারেল স্টাডিজ -৪( এথিক্স,ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিচুড)। পেপার -৬ তে অপশনাল সাবজেক্ট -পেপার ১ এবং পেপার ৭ তে অপশনাল সাবজেক্টের দুটি পেপার।মেন পরীক্ষার রেজাল্ট বের হয় জানুয়ারি-ফ্রেবরুয়ারিতে। তার কিছুদিন পরেই শুরু হয়ে যায় পার্সোনালিটি টেস্ট। মেন পরীক্ষায় মেরিট লিস্ট দেখে ডাকা হয় পার্সোনালিটি টেস্টে। সেটি হয় ২৭৫ নম্বরের। মোট ২০২৫ নম্বরের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করে ইউপিএসসি। মেরিট লিস্টের প্রথম দিকে যাদের নাম থাকে তারা আইএএস হন, তারপর আইএফএএস,তারপর যাদের নাম থাকে তারা আইপিএস হন। এরপর আরও ২০ ধরনের বিভিন্ন ডিপার্টমেন্টের উচ্চপদের চাকরিতে যোগদান করেন চূড়ান্তভাবে সফল প্রার্থীরা।