পুবের কলম, ওয়েবডেস্ক: ধীরে ধীরে ফুটবল বিশ্বকাপে দলের সংখ্যা বাড়াচ্ছে বিশ্ব ফুটবল নিয়ন্তা সংস্থা ফিফা। কাতারে ২০২২ সালে ৩২ দলের বিশ্বকাপ আয়োজন করেছিল ফিফা। ২০৩০ সালে আমেরিকা ও কানাডাতে আয়োজিত হতে চলা বিশ্বকাপে খেলবে ৪৮টি দল। ২০৩০ বিশ্বকাপ ৬টি দেশে আয়োজিত হতে চলেছে। মরক্কো, পর্তুগাল, স্পেন এবং অতিথি হিসেবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে কয়েকটি ম্যাচ আয়োজিত হবে। এতগুলি দেশে বিশ্বকাপ হওয়ায় এবার ফিফা এই বিশ্বকাপ নিয়ে নতুন ভাবনা ভেবেছে। বিশ্বের এতগুলি দেশ ঘুরে ফুটবলের মহাসংগ্রামের আসর বসতে চলায় ফিফা এই বিশ্বকাপ ৬৪ দলের করার বিষয়টি ভাবনা চিন্তা করছে। এখনও কোনও কিছু চূড়ান্ত না হলেও কয়েকদিনের মধ্যেই ফিফার বিভিন্ন দেশের প্রতিনিধিরা একটি বৈঠকে বসতে চলেছে। সেখানেই ঠিক হবে আদৌ ২০৩০ বিশ্বকাপে ৬৪টি দেশ খেলবে কিনা। আসলে ফিফা চাইছে গোটা বিশ্ব জুড়ে ফুটবলের জনপ্রিয়তা আরও কিছুটা বাড়াতে।