১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

Breaking: ২১ শে জুলাই, মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২১ জুলাই ২০২৩, শুক্রবার
  • / 5

বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। (ছবি-খালিদুর রহিম)

পুবের কলম, ওয়েবডেস্ক:  ২১ শে জুলাই, মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়। মণিপুরের ঘটনায় কেন্দ্রকে তীব্র ধিক্কার তৃণমূল সুপ্রিমোর।

Breaking: ২১ শে জুলাই, মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়
ছবি-সন্দীপ সাহা
  • পঞ্চায়েতে বিপুল জয়ের জন্য সবাইকে ধন্যবাদ।
  • বেটি বাঁচাওয়ের স্লোগান তুলে আজ বেটি পুড়িয়ে মারছে। বেটি আমাদের মা, আমাদের দুর্গা, কালী, আমাদের রোশেনারা, আমাদের বীরবাহা।
  • প্রধানমন্ত্রী এত কথা বলছেন, মণিপুর নিয়ে নীরব কেন?
  • নারীশক্তিই বিজেপিকে দেশছাড়া করবে।
  • ১০০ দিনের টাকা নিয়ে কেন্দ্রকে ধিক্কার মমতার।
  • ১০০ দিনের কাজে সেরা বাংলা।
  • বাংলাকে ভাতে মারা যাবে না। বাংলা অনেক শক্তিশালী।
  • বুথস্তরে নয়, ব্লক স্তরে প্রতিবাদ হবে।
  • বহুল প্রচারিত সংবাদমাধ্যমকে আক্রমণ। চ্যানেলগুলোকে কিনে নিয়েছে বিজেপি।
  • আমি বিজেপি, তৃণমূল, সিপিএম করি না। যারা মারা গেছে, তারা আমার ভাই। আমরা মৃত্যুকে কেউ কামনা করি না।
  • আর কতদিন দলিত, সংখ্যালঘুরা মরবে, কবে মণিপুর ঠিক হবে?
  • আমি চ্যালেঞ্জ অ্যাক্সেপ্ট করার লোক।
  • নমামি গঙ্গে ২৬ জন মারা গেল, ট্রেন দুর্ঘটনায় এত লোক মারা গেল, আমরা চাকরি দিয়েছি ।
  • সংবাদ মাধ্যমকে হাত জোড় করে বলছি, বাংলার  বদনাম করবেন না। বাংলার মানুষকে, সংখ্যালঘুকে অপমান করবেন না।
  • কোন মানুষের শাস্তি না হওয়া পর্যন্ত সং বাদ মাধ্যম কিভাবে তাদের নিয়ে বিশ্লেষণ করতে পারে।   তাদের পরিবারের কথাও ভাবা উচিত.।
  • নকল ভিডিয়ো নামে বাংলাকে অসম্মান।
  • আমরা কোনও চেয়ার চাই না, বিজেপির বিদায় চাই।
  • এভাবে আবার তৃণমূলকে শেষ করা যাবে না।
  •  ২১ শে জুলাই বৃষ্টির মধ্যে দিয়ে সৃষ্টি হবে।
  • এখন ভারতে লড়াই INDIA ব্যানারে হবে।
  • কাল থেকে আবার ইডি, সিবিআই আক্রমণ শুরু করে দেবে।
  • INDIA লড়বে পাশে তৃণমূল ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে।
  • ১০০ দিনের কাজের টাকায় বাংলায় নতুন প্রকল্প
  • রাজ্যের ১০০ দিনের কাজের প্রকল্পের নাম হবে ‘খেলা হবে’।
  • লোকসভায় INDIA জিতবে, বিজেপি হারবে।
  • মণিপুরে ঘটনায় কেন্দ্রকে তীব্র ধিক্কার জানিয়ে নির্যাতিতাদের বীরাঙ্গনা আখ্যা মমতার।
  • বিজেপি তো মানুষ মারার সওদাগর।
  • ৫ আগস্ট ব্লকে ব্লকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও।
  • বিজেপি নেতাদের ১০০ মিটার দূরে হবে অবরোধ।
  • ২১ শের মঞ্চ থেকে প্রতীকী কর্মসূচির ডাক মমতার
  • ৭১ হাজার বুথের মধ্যে মাত্র তিনটিতে গোলমাল
  • ভাঙরে হাঙররা গোলমাল করেছে
  • ১৮ জন তৃণমূলকর্মী খুন হয়েছেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Breaking: ২১ শে জুলাই, মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়

আপডেট : ২১ জুলাই ২০২৩, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  ২১ শে জুলাই, মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়। মণিপুরের ঘটনায় কেন্দ্রকে তীব্র ধিক্কার তৃণমূল সুপ্রিমোর।

Breaking: ২১ শে জুলাই, মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়
ছবি-সন্দীপ সাহা
  • পঞ্চায়েতে বিপুল জয়ের জন্য সবাইকে ধন্যবাদ।
  • বেটি বাঁচাওয়ের স্লোগান তুলে আজ বেটি পুড়িয়ে মারছে। বেটি আমাদের মা, আমাদের দুর্গা, কালী, আমাদের রোশেনারা, আমাদের বীরবাহা।
  • প্রধানমন্ত্রী এত কথা বলছেন, মণিপুর নিয়ে নীরব কেন?
  • নারীশক্তিই বিজেপিকে দেশছাড়া করবে।
  • ১০০ দিনের টাকা নিয়ে কেন্দ্রকে ধিক্কার মমতার।
  • ১০০ দিনের কাজে সেরা বাংলা।
  • বাংলাকে ভাতে মারা যাবে না। বাংলা অনেক শক্তিশালী।
  • বুথস্তরে নয়, ব্লক স্তরে প্রতিবাদ হবে।
  • বহুল প্রচারিত সংবাদমাধ্যমকে আক্রমণ। চ্যানেলগুলোকে কিনে নিয়েছে বিজেপি।
  • আমি বিজেপি, তৃণমূল, সিপিএম করি না। যারা মারা গেছে, তারা আমার ভাই। আমরা মৃত্যুকে কেউ কামনা করি না।
  • আর কতদিন দলিত, সংখ্যালঘুরা মরবে, কবে মণিপুর ঠিক হবে?
  • আমি চ্যালেঞ্জ অ্যাক্সেপ্ট করার লোক।
  • নমামি গঙ্গে ২৬ জন মারা গেল, ট্রেন দুর্ঘটনায় এত লোক মারা গেল, আমরা চাকরি দিয়েছি ।
  • সংবাদ মাধ্যমকে হাত জোড় করে বলছি, বাংলার  বদনাম করবেন না। বাংলার মানুষকে, সংখ্যালঘুকে অপমান করবেন না।
  • কোন মানুষের শাস্তি না হওয়া পর্যন্ত সং বাদ মাধ্যম কিভাবে তাদের নিয়ে বিশ্লেষণ করতে পারে।   তাদের পরিবারের কথাও ভাবা উচিত.।
  • নকল ভিডিয়ো নামে বাংলাকে অসম্মান।
  • আমরা কোনও চেয়ার চাই না, বিজেপির বিদায় চাই।
  • এভাবে আবার তৃণমূলকে শেষ করা যাবে না।
  •  ২১ শে জুলাই বৃষ্টির মধ্যে দিয়ে সৃষ্টি হবে।
  • এখন ভারতে লড়াই INDIA ব্যানারে হবে।
  • কাল থেকে আবার ইডি, সিবিআই আক্রমণ শুরু করে দেবে।
  • INDIA লড়বে পাশে তৃণমূল ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে।
  • ১০০ দিনের কাজের টাকায় বাংলায় নতুন প্রকল্প
  • রাজ্যের ১০০ দিনের কাজের প্রকল্পের নাম হবে ‘খেলা হবে’।
  • লোকসভায় INDIA জিতবে, বিজেপি হারবে।
  • মণিপুরে ঘটনায় কেন্দ্রকে তীব্র ধিক্কার জানিয়ে নির্যাতিতাদের বীরাঙ্গনা আখ্যা মমতার।
  • বিজেপি তো মানুষ মারার সওদাগর।
  • ৫ আগস্ট ব্লকে ব্লকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও।
  • বিজেপি নেতাদের ১০০ মিটার দূরে হবে অবরোধ।
  • ২১ শের মঞ্চ থেকে প্রতীকী কর্মসূচির ডাক মমতার
  • ৭১ হাজার বুথের মধ্যে মাত্র তিনটিতে গোলমাল
  • ভাঙরে হাঙররা গোলমাল করেছে
  • ১৮ জন তৃণমূলকর্মী খুন হয়েছেন