BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট রমজানে মসজিদে ক্যামেরার ব্যবহার নিষিদ্ধ করল সউদি আরব হাইটেক টুকলি! মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় এআইয়ের ব্যবহার, হাতেনাতে ধরা পড়ল পরীক্ষার্থী ভাষার জন্য তামিলরা প্রাণ দিয়েছে, ভাষার সঙ্গে খেললে ফল ভালো হবে না, হুঙ্কার কমল হাসানের সলমন রুশদির হামলাকারী দোষী সাব্যস্ত, ন্যূনতম ৩০ বছর কারাদণ্ডের সম্ভাবনা ৬ ইসরাইলি জিম্মিকে ছাড়ল হামাস, জেলমুক্তির অপেক্ষায় ৬০০ ফিলিস্তিনি কুম্ভমেলায় যাওয়ার পথে দূর্ঘটনায় মৃত পশ্চিমবঙ্গের ৬, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর  ইমরান খানের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা, আদালতে পিটিআই বিবিসি ইন্ডিয়াকে ৩.৪৪ কোটি টাকা জরিমানা করল ইডি ইরান সফরে ল্যাভরভ এনসিপিইউএল-এর বিশ্ব উর্দু সম্মেলন

২২, ২৪ ,এবার ২৬- রাজ্যে ক্রমশ পিছচ্ছে বিজেপির ক্ষমতায় আসার দিন: কুণাল ঘোষ

রিপোর্টার:
  • শেষ আপডেট: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
kunal ghosh slam bjp

পুবের কলম প্রতিবেদক: ২২, ২৪ ,২৬। ক্রমশ পিছিয়ে যাচ্ছে ক্ষমতায় আসার দিন।

 

রাজ্যে অমিত শাহ সফরকে কেন্দ্র করে কটাক্ষ করলেন কুণাল ঘোষ। এদিন রাজ্যে এসে ছাব্বিশে পরিবর্তনের ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুপ্রবেশ রুখতে ২৬ পালা বদলের ডাক দেন তিনি। বলেন, বিজেপিকে ক্ষমতায় আনুন। দুর্নীতি মুক্ত বিজেপিকে একটা সুযোগ দিন।একইসঙ্গে রাজ্যে ‘ক্রমবর্ধমান’ দুর্নীতি নিয়েও সরব হয়েছেন অমিত শাহ।

 

তাঁর দাবি, ইউপিএ আমলের তুলনায় বর্তমান সরকারের আমলে বেশি টাকা দিয়েছে কেন্দ্র।

 

কিন্তু তৃণমূল সরকার সেই টাকা নিজেদের পকেটে পুরেছে। সাধারণ জনগণের কাছে পৌঁছাতে দিচ্ছে না। উল্লেখ্য, রাজ্যে এসে পেট্রাপোলে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই এহেন মন্তব্য করেন অমিত শাহ । যদিও এদিন অমিত শাহের এই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিতে বেশি সময় নেয়নি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

এদিন কুণাল ঘোষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে বলেছেন, অমিত শাহজি রাজ্যে রাজনৈতিক পর্যটক হয়ে গেছেন। ২১ শে দেখেছিলাম। তখন ভোটের আবহে ডেইলি প্যাসেঞ্জারি করেছিলেন। পরবর্তীতে এবারের লোকসভা নির্বাচনেও এ ধরনের কথা বলতে দেখেছি। একুশেও তৃণমূল জিতেছিল, ২৪ এর লোকসভা নির্বাচনেও বাংলায় জিতেছে তৃণমূল।

কুণাল ঘোষের দাবি, অমিত শাহ বাংলায় যাতায়াত করতে পারেন কিন্তু তার কোন রাজনৈতিক প্রভাব বাংলার নির্বাচনে নেই।

 

বাংলার মানুষের তৃণমূল কংগ্রেসের ওপর ছিল আর থাকবে।কুণাল ঘোষ আরও বলেন, উনি প্রথমে বললেন ২১, তারপর ২২ ও ২৪। এবার ২৬-এর সুর তুলেছেন। ক্রমশ ওদের ক্ষমতায় আসার দিন তো পিছোতেই থাকছে। অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেই হিসাবে তার চেয়ারের গুরুত্ব আছে। কিন্তু বাংলায় তিনি রাজনৈতিক পর্যটক, বাংলার রাজনীতিতে তার কোনো প্রভাব নেই।

 

READ: সারমর্ম শুনে ইসলাম গ্রহণ  সাইবেরিয়ার এক ব্যক্তির

এদিন অমিত শাহের বলা অনুপ্রবেশ ইস্যুতেও তাকে পাল্টা জবাব দিয়েছেন কুণাল।

 

তিনি বলেন, যদি অনুপ্রবেশের কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন তাহলে তো সেটা আত্মঘাতী গোল। অনুপ্রবেশ আন্তর্জাতিক সীমান্তের সমস্যা। যে সীমান্ত পাহারা দেয় অমিত শাহের দফতরের অধীনে থাকা বিএসএফ। ওটা কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের জায়গা নয়। অমিত শাহ যখন নিজের মুখে বলেন অনুপ্রবেশ একটা সমস্যা তখন ধরে নিতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তথা সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা কেন্দ্রীয় সমস্ত সংস্থার ব্যর্থতার ব্যর্থতার কথা বলছেন। অমিত শাহের এই কথা তো আত্মঘাতী গোলের মত। কুনালের ভাষায়, বিএসএফের কার কাজ করার ক্ষেত্র ১৫ কিলোমিটার থেকে বাড়ি ৫০ কিলোমিটার পর্যন্ত করেছেন তারপরেও যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুপ্রবেশ নিয়ে আর্তনাদ করতে হয় তাহলে অবশ্যই এটি সেমসাইড গোল।

অমিত শাহের দুর্নীতির অভিযোগের জবাব দিয়েছেন কুণাল।

 

তিনি বলেন, যদি দুর্নীতির কথা ওঠে, বিজেপি নেতাদের বিরুদ্ধে যে দুর্নীতির তালিকা রয়েছে তা দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। আসলে উনারা বাংলাকে বঞ্চনা করছেন। ১০০ দিনের কাজ থেকে শুরু করে আবাস একটা পয়সাও দেয়নি অমিত শাহের সরকার। ১০০ দিনের কাজ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন। সেই দাবিও তারা মানেননি। রাজ্যের তহবিল থেকে টাকা দিতে হচ্ছে। অন্য রাজ্যকে টাকা দিলেও বাংলাকে আবাসের টাকা দেওয়া হচ্ছে না।

 

READ:রাজ্যে ব্যান গুটখা ও পান-মশলা

 

বাংলা থেকে ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছেন কিন্তু বাংলার প্রাপ্য বকেয়া এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার বেশি। কুণাল ঘোষ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তারপর মুখে কথা বলছেন কেন শ্বেতপত্র প্রকাশ করুন না। তথ্য দিয়ে দেখান না কোন খাতে কত টাকা দিয়েছেন।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder