২২ হাজার কোটির প্রকল্পের ঘোষণা, বাংলায় রোজগারের নতুন পথও খুলবে আশাবাদী মোদি

- আপডেট : ২ মার্চ ২০২৪, শনিবার
- / 7
পুবের কলম, ওয়েবডেস্ক: আরামবাগের পর কৃষ্ণনগরের সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে বাংলার জন্য একগুচ্ছ প্রকল্পে উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার কৃষ্ণনগরের সরকারি অনুষ্ঠান থেকে ১৫ হাজার কোটি টাকার প্রকল্পের ঘোষণা করেছেন তিনি। এদিন ফরাক্কা থেকে রায়গঞ্জ ৪ লেন রাস্তা, আজিমগঞ্জ-মুর্শিদাবাদ নতুন রেললাইন, মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়াও আরও কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন তিনি। দু’দিনের বাংলা সফরে এসে মোট ২২ হাজার কোটি টাকা প্রকল্পের কথা জানিয়েছেন মোদি। প্রধানমন্ত্রী বলেন, “আরামবাগ থেকে ৭ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেছি। বাংলার মানুষের উন্নতিতে আজ ১৫ হাজার কোটির টাকার প্রকল্পের উদ্বোধন করলাম। বাংলার ভাইবোনের জীবনকে সহজ করবে এই প্রকল্প। এর ফলে রোজগারের নতুন পথও খুলে যাবে।”