১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বর্ষবরণ-পহেলা জানুয়ারি উৎসবে বিধাননগরে মোতায়ান ২২০০ ফোর্স

ইমামা খাতুন
  • আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, শনিবার
  • / 5

পুবের কলম প্রতিবেদক: বর্ষবরণ ও পহেলা জানুয়ারি উৎসবে বিধাননগর শহরে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরোদস্তুর প্রস্তুত কমিশনারেট পুলিশ।

পার্ক, রেস্তোরাঁ, পানশালার অশান্তি ও রাস্তার বিশৃঙ্খলা রুখতে আধিকারিক ও পুলিশ কর্মী মিলিয়ে একযোগে ২২০০ ফোর্স পথে থাকছে।

কমিশনারেট পুলিশের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বর্ষবরণ ও পহেলা জানুয়ারি উৎসবকে সামনে রেখে কড়া নিরাপত্তা বলায়ে মোড়া থাকছে বিধাননগর শহর। সেই অংশে পথে নেমে নজরদারির দায়িত্বে রয়েছেন ডেপুটি পুলিশ কমিশনার পদমর্যাদার ৯ আধিকারিক।

অ্যাসিস্ট্যান্ট কমিশনার মর্যাদার ১২ অফিসার। ইন্সপেক্টর পুলিশ ৩১। অস্থায়ী ট্রাফিক গার্ডের কর্মী মোতায়েন থাকছে ২০০। নজরদারিতে রয়েছে মহিলা পুলিশের উইনার্স ও বিশেষ পুলিশ বাহিনী।

২৪ টি আরটিএস ও বিশেষ কুইক রেসপন্স টিম। গুরুত্বপূর্ণ মোড় অনুযায়ী ১০ টি জায়গায় হবে নাকা তল্লাশি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বর্ষবরণ-পহেলা জানুয়ারি উৎসবে বিধাননগরে মোতায়ান ২২০০ ফোর্স

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদক: বর্ষবরণ ও পহেলা জানুয়ারি উৎসবে বিধাননগর শহরে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরোদস্তুর প্রস্তুত কমিশনারেট পুলিশ।

পার্ক, রেস্তোরাঁ, পানশালার অশান্তি ও রাস্তার বিশৃঙ্খলা রুখতে আধিকারিক ও পুলিশ কর্মী মিলিয়ে একযোগে ২২০০ ফোর্স পথে থাকছে।

কমিশনারেট পুলিশের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বর্ষবরণ ও পহেলা জানুয়ারি উৎসবকে সামনে রেখে কড়া নিরাপত্তা বলায়ে মোড়া থাকছে বিধাননগর শহর। সেই অংশে পথে নেমে নজরদারির দায়িত্বে রয়েছেন ডেপুটি পুলিশ কমিশনার পদমর্যাদার ৯ আধিকারিক।

অ্যাসিস্ট্যান্ট কমিশনার মর্যাদার ১২ অফিসার। ইন্সপেক্টর পুলিশ ৩১। অস্থায়ী ট্রাফিক গার্ডের কর্মী মোতায়েন থাকছে ২০০। নজরদারিতে রয়েছে মহিলা পুলিশের উইনার্স ও বিশেষ পুলিশ বাহিনী।

২৪ টি আরটিএস ও বিশেষ কুইক রেসপন্স টিম। গুরুত্বপূর্ণ মোড় অনুযায়ী ১০ টি জায়গায় হবে নাকা তল্লাশি।