জম্মুতে আটক ২৫ রোহিঙ্গা তাবলিগ জামাত কর্মী

- আপডেট : ৩ এপ্রিল ২০২২, রবিবার
- / 18
পুবের কলম ওয়েবডেস্ক : শুক্রবার ২৫ জন রোহিঙ্গাকে আটক করা হয় জম্মু কাশ্মীরের রামবান জেলা থেকে। আটক রোহিঙ্গারা তাবলিগ জামাতের কর্মী। ঘটনার পরিপ্রেক্ষিতে বিবৃতি দেয় বিশ্ব মানবধিকার সংগঠন এমনেস্টির ভারতীয় শাখা। এমনেস্টি ইন্ডিয়ার পক্ষ থেকে নিন্দসূচক বার্তায় বলা হয়, রোহিঙ্গাদের আটক করে ভারত শোচনীয়ভাবে আন্তর্জাতিক মানবধিকার লঙ্ঘন করেছে। মানবধিকার সঙ্গঠনটি আরো বলে, মায়ানমারে মুসলিম রোহিঙ্গাদের প্রতি কিভাবে মানবধীকার লঙ্ঘন করা হয়েছে তা ভালো ভাবে জানা সত্বেও তাদেরকে পরিত্যাগ করা, তাদের ভাগ্যের উপর ছেড়ে দেওয়াটা নিষ্ঠুরতা। আটককৃতদের একজন মহম্মদ আয়াতুল্লা। তিনি বলেন, তাদের কাছ থেকে জাতিসঙ্ঘের প্রদত্ত শরণার্থী পরিচয়পত্র কেড়ে নেওয়া হেয়েছে।
বর্তমানে দেশে প্রায় ৪০,০০০ রোহিঙ্গা শরণার্থী আছে। তার মধ্যে ২০, ০০০ রোহিঙ্গাকে জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থা তাদের তালিকাভুক্ত করতে পেরেছে। জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর দেওয়া হিসেব অনুযায়ী, ২৪০ জন রোহিঙ্গাকে ভারতে অবৈধ অনুপ্রবেশকারি হিসেবে বন্দি রাখা হয়েছে। তাদের মধ্যে ৩৯ জনকে দিল্লির একটি আশ্রয় শিবিরে আটক রাখা হয়েছে। ২০১৮ সাল থেকে এখনও অবধি ১২ জন রোহিঙ্গাকে বিতাড়িত করা হয়। যদিও সরকার তরফে দাবি করা হয় তারা স্বেচ্ছায় ভারত থেকে চলে গেছে। উল্লেখ্য, রোহিঙ্গারা বিশ্বের সবথেকে নিপিড়ীত একটি জাতি। ২০১৭ সালে মায়ানমারের সেনা কতৃক গণহত্যার স্বীকার হয় রোহিঙ্গা মুসলিমরা। এরপর প্রায় ৭,৪০,০০০ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে প্রতিবেশি বাংলাদেশে আশ্রয় নেয়।