১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হুক্কা বার চালানোর অপরাধে সল্টলেকে ধৃত ৩

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 11

পুবের কলম প্রতিবেদক: কলকাতার পর হুক্কা বার চালানোর অভিযোগে সল্টলেকে গ্রেফতার তিন। পুলিশ জানিয়েছে,  ধৃত যুবক ইন্দ্রজিৎ হালদার, রিতেশ হিলা ও বিশাল হেলা।

হুক্কা বার চালানোর অপরাধে সল্টলেকে ধৃত ৩

সূত্র মারফত খবর পেয়ে বুধবার রাতে বিধাননগর উত্তর থানা অন্তর্গত সল্টলেকের ১ নম্বর সেক্টরের এএ-৫৩ ব্লকে অবস্থিত একটি হুক্কা বারে অভিযানের নেমে পুলিশ তিনজনকে পাকড়াও করেছে। পুলিশ জানিয়েছে,  সল্টলেক উপনগরী জুড়ে হুক্কা বার বন্ধ করতে বিধাননগর পুরনিগম কর্তৃপক্ষ একটি নিষেধাজ্ঞা জারি হয়েছিল মাসখানেক আগে। কিন্তু সেই নির্দেশ অমান্য করার অপরাধে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে হুক্কাকার্যে ব্যবহৃত নানান সরঞ্জাম বাজেয়াপ্ত হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হুক্কা বার চালানোর অপরাধে সল্টলেকে ধৃত ৩

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক: কলকাতার পর হুক্কা বার চালানোর অভিযোগে সল্টলেকে গ্রেফতার তিন। পুলিশ জানিয়েছে,  ধৃত যুবক ইন্দ্রজিৎ হালদার, রিতেশ হিলা ও বিশাল হেলা।

হুক্কা বার চালানোর অপরাধে সল্টলেকে ধৃত ৩

সূত্র মারফত খবর পেয়ে বুধবার রাতে বিধাননগর উত্তর থানা অন্তর্গত সল্টলেকের ১ নম্বর সেক্টরের এএ-৫৩ ব্লকে অবস্থিত একটি হুক্কা বারে অভিযানের নেমে পুলিশ তিনজনকে পাকড়াও করেছে। পুলিশ জানিয়েছে,  সল্টলেক উপনগরী জুড়ে হুক্কা বার বন্ধ করতে বিধাননগর পুরনিগম কর্তৃপক্ষ একটি নিষেধাজ্ঞা জারি হয়েছিল মাসখানেক আগে। কিন্তু সেই নির্দেশ অমান্য করার অপরাধে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে হুক্কাকার্যে ব্যবহৃত নানান সরঞ্জাম বাজেয়াপ্ত হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।