BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট নিম্নমুখী দাম ও ঝড়-বৃষ্টি, ক্ষতির মুখে আলু চাষিরা কীভাবে সম্ভব আমের মুকুল ঝরা রোধ, কৌশল জানালেন কৃষি বিজ্ঞানী সোমবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস সব ভাষাকে সম্মান করে বাংলা: মমতা বাংলাদেশে কীভাবে পালিত হল ভাষা দিবস? বাংলাদেশি রাষ্ট্রদূতের নিয়োগের প্রস্তাব গ্রহণ করেছে ভারত সুন্দরবনে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় টি-ও-টি প্রশিক্ষণ শিবির ছাব্বিশের নির্বাচনের আগে নবান্নে আইপ্যাক কর্তা প্রতীক জৈন জোর অভিযান নিরাপত্তা বাহিনীর, মণিপুর ‘শান্ত’ করতে কি ‘ছত্তিশগড় মডেল’? ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে কলকাতায় এসডিপিআইয়ের মিছিল

এবার বইমেলায় প্রকাশ পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ৩ বই

রিপোর্টার:
  • শেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

বইয়ের সংখ্যা দাঁড়ালো ১৫৩-তে

পুবের কলম ওয়োডেস্ক: গত বছরই আনুষ্ঠানিকভাবে বইমেলায় প্রকাশিত তার বইয়ের সংখ্যা ১৫০ ছুঁয়েছিল। গতবছর বইমেলায় এক দুই নয় সাত সাতটা বই বেরিয়েছিল রাজ্যের প্রশাসনিক প্রধান তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার সেই সংখ্যাটা আরও তিন বৃদ্ধি হল। কলকাতা বইমেলার উদ্বোধনী মঞ্চ থেকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তিন তিনটে বই প্রকাশিত হয়েছে। ফলে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বইমেলায় প্রকাশিত বইয়ের সংখ্যা ১৫৩। এবছর যে তিনটি বই কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে সেগুলি হল “লিপিবদ্ধ কিছু কাজ”, “বাংলার নির্বাচন ও আমরা” এবং সর্বশেষ বইটির নাম “স্যালুট টু”।
ভূমিকা অনুযায়ী “স্যালুট টু” সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই লিখেছেন,”কিছু বছর আগে আমি একটি বই লিখেছিলাম যেখানে কবিতার মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছিলাম আমাদের বরেণ্য মনীষীদের। শুরুতে বাংলাতেই তা লিখেছিলাম পরে ইংরেজিতেও সেটি অনুবাদ করা হয়।”তারই দ্বিতীয় সংস্করণ এটি। বাংলা এবং ইংরেজি কবিতার মাধ্যমে ৫০ জন বাংলার মনীষীকে স্মরণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য এখানে পাঁচজন মহীয়সী নারীকে নিয়েও কবিতা লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী।
“বাংলার নির্বাচন ও আমরা”র পটভূমি অবশ্যই পশ্চিমবঙ্গের নির্বাচন এবং তাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের ভূমিকা। এই বই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এর লেখিকা যেটা লিখছেন, “বিভিন্ন মানুষের বিভিন্ন লগ্নে জন্ম হয়। তবে আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি বলব আমার জন্ম হয়েছিল লড়াই লগ্নে। কারণ আমার গোটা জীবনটাই কেটেছে লড়াই করতে করতে। ছোটবেলায় লড়াই করেছি অসচ্ছলতার সঙ্গে। আর রাজনীতিতে আসার পর লড়াইটা হয়ে উঠেছিল আমার ধর্ম। যে লড়াই করতে আমি বাধ্য হয়েছিলাম মানুষের জন্য, বাংলার জন্য।”একের পর এক নির্বাচনে সাফল্য এবং তৃণমূল কংগ্রেসের লড়াইয়ের ইতিবৃত্ত নিয়েই এই বই “বাংলার নির্বাচন ও আমরা”
তৃতীয় তথা শেষ বই,”লিপিবদ্ধ কিছু কাজ”। যেখানে জায়গা পেয়েছে প্রথমে রেলমন্ত্রী এবং পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী হওয়ার পরে তার সাধারণ মানুষের জন্য করা কাজ নিয়ে কিছু উপলব্ধি কিছু ঘটনা। এই বইয়ে “উন্নয়নের এক যুগ”এই অংশে অর্থনৈতিক প্রগতি, নারী ক্ষমতায়ন, শিক্ষার প্রসারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি জায়গা পেয়েছে। মোটের উপর এই বইটি হলো তার আমলে হওয়া উন্নয়ন সম্পর্কিত ইতিহাসের দলিল।
মুখ্যমন্ত্রীর এই তিন বই প্রসঙ্গে “দেজ”পাবলিশার্সের অন্যতম উদ্যোক্তা অপু দে বলেন, প্রত্যেক বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই গুলির চাহিদা থাকে বইমেলায়। এবারও তিনি তিনটি বই লিখেছেন। যেগুলি প্রকাশিত হয়েছে এবারের বইমেলায়। আমরা আশা করছি এবারও এই বইগুলি যথেষ্ট পাঠকের ভালোবাসা পাবে। তিনি জানিয়েছেন, অতীতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই বেস্ট সেলার হয়েছে। কাজেই এই বইগুলি নিয়েও পাঠকের যথেষ্ট আগ্রহ রয়েছে।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder