কলকাতা ও সল্টলেক সহ রাজ্যে একদিনেই ডেঙ্গুতে মৃত ৩

- আপডেট : ৭ নভেম্বর ২০২২, সোমবার
- / 10
পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যে ক্রমশই ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। আজও রাজ্যে একদিনে তিনজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতা-সল্টলেকে তিনজনের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। একদিকে সল্টলেক আমরিতে কেষ্টপুরের সোমনাথ দে-র মৃত্যু হয়েছে, অন্যদিকে এনআরএস-এর সাফাই কর্মী বুবাই হাজরা মারা গেছেন। বুবাই ট্যাংরার বাসিন্দা ছিলেন।
রুবি হাসপাতালে মৃত্যু আরও এক ডেঙ্গি আক্রান্তের। মৃতের নাম আবু সৈয়দ মহলাদারের।
শুক্রবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল বেলেঘাটা আইডির প্রশাসনিক কর্তা ৪২ বছর বয়স্ক অনির্বাণ হাজরার। আজ সকালে মৃত্যু হয়েছে তাঁর। ১ নভেম্বর থেকে বেলেঘাটা আইডিতে ভর্তি ছিলেন অনির্বাণবাবু। মাঝখানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও হঠাৎ করে প্লেটলেট ১৬ হাজারে নেমে আসে। সিসিইউতে স্থানান্তর করা হয় তাঁকে। শুক্রবার সকালে মারা যান অনির্বাণবাবু। সম্প্রতি কলকাতায় চিকিৎসা করাতে এসে মৃত্যু হয় এক বাংলাদেশি নাগরিকের। তার আগে মৃত্যু হয় কলকাতা পুলিশের এএসআই ৫৪ বছর বয়সী উৎপল নস্করের।
রাজ্যের মন্ত্রী, মেয়র ফিরহাদ হাকিম ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিক সচেতনতায় জোর দিয়েছেন।