BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট নিম্নমুখী দাম ও ঝড়-বৃষ্টি, ক্ষতির মুখে আলু চাষিরা কীভাবে সম্ভব আমের মুকুল ঝরা রোধ, কৌশল জানালেন কৃষি বিজ্ঞানী সোমবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস সব ভাষাকে সম্মান করে বাংলা: মমতা বাংলাদেশে কীভাবে পালিত হল ভাষা দিবস? বাংলাদেশি রাষ্ট্রদূতের নিয়োগের প্রস্তাব গ্রহণ করেছে ভারত সুন্দরবনে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় টি-ও-টি প্রশিক্ষণ শিবির ছাব্বিশের নির্বাচনের আগে নবান্নে আইপ্যাক কর্তা প্রতীক জৈন জোর অভিযান নিরাপত্তা বাহিনীর, মণিপুর ‘শান্ত’ করতে কি ‘ছত্তিশগড় মডেল’? ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে কলকাতায় এসডিপিআইয়ের মিছিল

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত একই পরিবারের ৩ সদস্য

রিপোর্টার:
  • শেষ আপডেট: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

পুবের কলম প্রতিবেদকঃ ফের ভয়াবহ সড়ক দূর্ঘটনার জেরে মৃত্যু হল একই পরিবারের তিন সদস্যের। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় এয়ারপোর্ট-৩ নং গেট এলাকার বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে স্কুটি ও লরির সংঘর্ষের ফলেই ভয়াবহ দূর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে স্কুটি চেপে যাচ্ছিলেন কিশোরী কন্যা সহ এক দম্পতি। ওই সময় স্কুটিতে থাকা তিনজন সার্ভিস রোড থেকে ফ্লাইওভারে ওঠার সময় দক্ষিণেশ্বরের দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি লরি স্কুটিতে ধাক্কা মারলে স্কুটি থেকে রাস্তায়  ছিটকে পড়েন স্কুটির তিন আরোহী।স্থাণীয় বাসিন্দা সহ প্রত্যক্ষদর্শীরা জানান, লরির গতিসীমা এতটাই ছিল যে, লরি টালক ব্রেক করার পরেও স্কুটিতে থাকা তিনজনকে ধাক্কা মেরে বেশ কিছুটা এগিয়ে যায় ওই ঘাতক লরি।

দুর্ঘটনার পর আহত তিনজনকে তড়িঘড়ি বারাসাত স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম জয়দীপ দাশগুপ্ত (৫১), নিপা দাশগুপ্ত (৪১) এবং সৃজনী দাশগুপ্ত(১৪)। বিরাটির নবজীবন কলোনির বাসিন্দা জয়দীপ দাশগুপ্ত পেশায় শিক্ষক।তিনি দুর্গানগর এলাকার একটি ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকতেন।

দূর্ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। ট্রাকের চালক মদ্যপ ছিলেন কি না, তাও  খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর। দুর্ঘটনার পর এলাকায় তীব্র যানজটের ফলে ব্যহত হয় বিমানবন্দরমুখী যানবাহন চলাচল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সংস্কার এবং প্রসস্ত করার কাজ চলছে।কিন্তু, বাস এবং অন্যান্য যাত্রীবাহী যান চলাচলের লেন দিয়ে বেপরোয়া গতিতে ভারি পণ্যবাহী লরি চলাচলের ফলে এলাকায় মাঝেমধ্যেই সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

 

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder