বিজাপুরে খতম ৩ নকশাল, মাও বিরোধী অভিযানে ফের সাফল্য

- আপডেট : ১২ এপ্রিল ২০২৫, শনিবার
- / 18
পুবের কলম, ওয়েবডেস্ক: মাওবাদের বিরুদ্ধে ফের বড়সড় অভিযান নিরাপত্তাবাহিনীর। শনিবার সকালে ছত্তীশগড়ের বিজাপুর জেলায় অভিযান চালিয়ে ৩ মাওবাদীকে খতম করল নিরাপত্তাবাহিনী। ইন্দ্রাবতী জাতীয় উদ্যানের জঙ্গলে নিরাপত্তা রক্ষীদের একটি দল অভিযান চালায়। দুই দলের মধ্যে চলে গুলির সংঘর্ষ। বস্তার রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল সুন্দররাজ পি জানিয়েছেন, “বিজাপুর ও দান্তেওয়াড়া জেলার ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড, স্পেশাল টাস্ক ফোর্স, কোবরা ২০২তম এবং ২১০তম ব্যাটালিয়নরা এই অভিযানে জড়িত ছিল।” মৃত মাওবাদীদের কাছ থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ও বিস্ফোরক। এ বছর এখনও পর্যন্ত ছত্তীশগড়ে সংঘর্ষে ১৩৮ জন নকশাল নিহত হয়েছ। এর মধ্যে ১২২ জনকে বস্তারে নির্মূল করা হয়েছে। যার মধ্যে বিজাপুর-সহ সাতটি জেলা রয়েছে।
প্রসঙ্গত মাওবাদকে দেশ থেকে নির্মূল করতে কোমর বেঁধে নেমেছে কেন্দ্র। এই বিষয়ে স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ বলেছিলেন,”আমি বিশ্বাস করি, লড়াই এখন শেষ পর্যায়ে। চূড়ান্ত হামলার সময় এসেছে। ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে আমরা দেশ থেকে মাওবাদ নির্মূল করব।” মাওবাদীদের সঙ্গে মোকাবিলা করার জন্য এর মধ্যেই নানা পরিকল্পনা করতে শুরু করেছে কেন্দ্র। চলতি বছরের শুরু থেক একের পর এক অভিযানে অন্তত শতাধিক মাওবাদীর মৃত্যু হয়েছে। পালটা মাও হামলায় নিরাপত্তাবাহিনীর শহিদ হওয়ার ঘটনাও ঘটেছে একাধিকবার।