বোনের বিয়ের আশীর্বাদের বাইক দিতে গিয়ে পথ দুর্ঘটনায় জখম ৩

- আপডেট : ২৩ জুন ২০২৩, শুক্রবার
- / 6
পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: হিঙ্গলগঞ্জে ১০৭ গাড়ি এবং মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত কমপক্ষে ৩ জন। বাইক ও গাড়ি চালকদর অসাবধানতার জন্য এই দুর্ঘটনা বলে জানাচ্ছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার হাসনাবাদ-লেবুখালী রোডে একটি বাইকে তিনজন আরোহী লেবুখালি থেকে হাসনাবাদের দিকে যাচ্ছিলেন। সাবির সরদার, আমিরুল গাজী সহ আরো একজন তাদের বোনের বিয়ের আশীর্বাদের উপহারস্বরূপ ওই বাইকটি নিয়ে যাচ্ছিলেন।
সে সময় হিঙ্গলগঞ্জের ঘোষপাড়া মোড় এলাকায় অপর দিক থেকে আসা একটি ১০৭ গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় কারো অথবা কর মাথা অথবা কারো বুকে গুরুতরভাবে আঘাত লেগেছে। স্থানীয় মানুষ দেখতে পেয়ে ছুটে এসে আহতদের উদ্ধার করে। এরপর পরপরই ঘটনাস্থলে পৌঁছায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।
পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় আহতদের নয় নম্বর স্যান্ডেলের বিল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের প্রাথমিক চিকিৎসা করার পর বসিরহাট জেলা হাসপাতাল স্থানান্তরিত করা হয়েছে। প্রশ্ন হচ্ছে সেভ ড্রাইভ সেভ লাইফ, পথ নিরাপত্তা সপ্তাহ, পাশাপাশি রাজ্য পুলিশের উদ্যোগে বিভিন্ন সময়ে হেলমেট বিতরণ করে পথচারীকে এত সামাজিক সচেতনতার বার্তা দেওয়ার পরেও কিভাবে হেলমেটবিহীন গাড়ি চালাচ্ছিল ওই যুবকরা। তাহলে কি তাদের কাছে সচেতনতার বার্তা একেবারে পৌঁছাচ্ছে না। নাকি সব জেনেও সচেতন না হওয়ার কারণেই এই ধরনের দুর্ঘটনা। সেই প্রশ্ন উঠেছে বারবার।