জানা গিয়েছে, গত শুক্রবার বাড়ির বাইরে খেলা করছিল ওই শিশু। তখন ২২ বছরের ওই অভিযুক্ত তাকে চকোলেটের লোভ দেখিয়ে ফাঁকা মাঠে নিয়ে যায়। সেখানে ধর্ষণের পর গলা টিপে শ্বাসরোধ করে খুন করে। পরে তার দেহ মাঠেই পুঁতে দেয় সে।
পরিবার সূত্রে খবর, শিশুটিকে বাইরে দেখতে না পেয়ে আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করা হয়। খোঁজও চালানো হয়। কিন্তু দীর্ঘক্ষণ শিশুটিকে খুঁজে না পাওয়ায় পুলিশের দ্বারস্থ হয় তার বাবা-মা। তদন্তে নেমে প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেখানে যুবকের উত্তরে অসঙ্গতি লক্ষ্য করলে তাকে আটক করে।
অভিযুক্তই জানায় যে মাঠে শিশুকন্যার দেহ চাপা দিয়েছে সে। এরপর পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গেছে, অভিযুক্ত যুবকের সঙ্গে পারিবারিক সম্পর্ক ছিল নির্যাতিতার পরিবারের। একসঙ্গে খাওয়া-দাওয়া সব কিছু করতেন। মামা বলত শিশুটি তাকে।