চোখে লঙ্কা গুড়ো ছিটিয়ে ৩৮ লক্ষ টাকা লুট দুষ্কৃতীর , অভিযুক্ত ৩ যুবক

- আপডেট : ২১ জুলাই ২০২২, বৃহস্পতিবার
- / 6
পুবের কলম ওয়েবডেস্কঃ চোখে লঙ্কা গুড়ো ছিটিয়ে ৩৮ লক্ষ টাকা লুট দুষ্কৃতীর।দিনদুপুরে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দিল্লির লজপত নগরে। দু’ই ঋণ আদায়কারীর অভিযোগের ভিত্তিতে তিন জনকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।অভিযুক্তদের কাছ থেকে ২১ লক্ষ ৭২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর।
পুলিশ সূত্রে খবর, ধৃত তিন যুবকের নাম আসিফ (২৬), আবু বকর (১৯) এবং জিশান (২৩)। শুক্রবার দুপুরে দুই ঋণ আদায়কারী দিল্লির লাজপত নগরের স্থানীয় কাপড়ের ব্যবসায়ীদের কাছে ধারের টাকা সংগ্রহ করে ফিরছিলেন।পাওনা টাকা নিয়ে চাঁদনী চকের দিকে ফেরার পথেই এই ঘটনাটি ঘটে বলে অভিযোগ।
সেই সময় ৩ জন বাইক আরোহী টাকা হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে।ঋণ আদায়কারীরা বাধা দেওয়ায় তাঁর চোখে লঙ্কার গুড়ো ছিটিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।ঘটনার পর পরই আভিযোগকারীরা থানার দ্বারস্থ হন।এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে ধৃতদের শনাক্ত করে গ্রেফতার করে দিল্লি পুলিশ।