সানা, ১৬ মার্চ: ইয়েমেনে হুতিদের ওপর বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হামলা চালানো হয়। হুতিদের সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও কমান্ড সেন্টারে একের পর এক মার্কিন যুদ্ধবিমান আঘাত হেনেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, মার্কিন হামলায় অন্তত ৩০ জন নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পরিবেশ তৈরি করবে। মার্কিন কর্তার দাবি, কয়েক সপ্তাহ ধরে এই হামলা চলতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার নির্দেশ দিয়েছেন।
Read More: ফের বড়সড় জঙ্গি হামলা পাকিস্তানে, ৯০ জনকে হত্যার দাবি বিএলএ-এর
হুতিরা জানিয়েছেন, ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন হামলায় কমপক্ষে ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। মার্কিন হামলায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণ এতটাই ভয়ংকর ছিল, যেন ভূমিকম্প হয়েছে। হুতির মুখপাত্র নাসরুদ্দিন আমের হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই হামলা তাদের দমিয়ে রাখতে পারবে না। গাজার জন্য সানা রক্ষাকবচ হয়ে থাকবে।”