৩৫০ বছরের প্রাচীন মসজিদ সংস্কারের পর উদ্বোধন তুরস্কে

- আপডেট : ৮ জানুয়ারী ২০২৩, রবিবার
- / 3
পুবের কলম ওয়েব ডেস্কঃ ইস্তান্বুলে ৩৫০ বছরেরও বেশি প্রাচীন একটি মসজিদ সংস্কারের পর উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট এরদোগান। শুক্রবার জুমার নামাযে অংশগ্রহণের মাধ্যমে ‘ইয়েনি কামি’ মসজিদটি উদ্বোধন করেন তিনি। বিখ্যাত এই মসজিদ গালাতা সেতুর দক্ষিণ প্রান্তে গোল্ডেন হর্নে অবস্থিত। প্রতিবছর এই মসজিদে লক্ষ লক্ষ মুসল্লি ও পর্যটকদের আগমন ঘটে। উদ্বোধনী অনুষ্ঠানে এরদোগান বলেন, ‘আমরা মহান আল্লাহর প্রশংসা করছি। দীর্ঘদিন সংস্কারের পর ইয়েনি কামি নতুন মসজিদ এখন সবার জন্য উন্মুক্ত। সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা। ঐক্য ও সংহতিই আমাদের সবচেয়ে বড় শক্তি।’
১৫৯৭ সালে অটোমান সুলতান তৃতীয় মুরাদের স্ত্রী সাফিয়ে সুলতান এই মসজিদটির মূল ভিত্তি স্থাপন করেন। ১৬৬৫ সালে চতুর্থ মুহাম্মদের মা হাতিস তুরহান সুলতানের অর্থায়ন ও সহায়তায় এর নির্মাণকাজ সম্পন্ন হয়। ২০১৬ সালে তুর্কি মসজিদ পরিচালনা পর্ষদ মসজিদটি সংস্কারের উদ্যোগ নেয়। ৬ বছর ধরে ডিরেক্টরেট জেনারেল অব ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদের আসল আকৃতি অপরিবর্তিত রেখে উন্নয়নকাজ চলে।