পুবের কলম,ওয়েবডেস্ক: বিধানসভা থেকে ফের সাসপেন্ড হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক মাসের জন্য তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর। বিধানসভা অধিবেশনে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে ৩০ দিনের জন্য সাসপেন্ড করলেন। সাসপেন্ড করা হয়েছে আরও তিন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষকে। এই নিয়ে গত সাড়ে তিন বছরে চার বার বিধানসভা থেকে সাসপেন্ড হলেন শুভেন্দু।
♦ সম্প্রতি সরস্বতী পুজোকে কেন্দ্র করে জটিলতা সৃষ্টি হয়েছিল কলকাতায় যোগেশচন্দ্র আইন কলেজে। সেই জল গড়ায় আদালত পর্যন্ত। এদিন সরস্বতী পুজো সংক্রান্ত বিষয়ে সোমবার বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনেন বিজেপির মহিলা বিধায়কেরা। প্রস্তাব পাঠ করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা। তবে যোগেশ কলেজ নিয়ে আলোচনা চান বিজেপি বিধায়করা। তবে প্রস্তাব পাঠ করতে দিলেও আলোচনায় না-করে দেন অধ্যক্ষ। এর পরেই বিজেপি বিধায়কেরা অধিবেশন কক্ষে বিক্ষোভ শুরু করেন। ওয়েলে নেমে কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখান শুভেন্দু। অধিবেশনকক্ষে বিক্ষোভের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন অধ্যক্ষ বিমান। তার পরে অধিবেশনকক্ষ থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়কেরা।
♦ এই নিয়ে গত সাড়ে তিন বছরে চারবার সাসপেন্ড হলেন শুভেন্দু অধিকারী।
♦ বিজেপির এই আচরণের নিন্দা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আপনারা যে আচরণ করছেন যথাযথ নয়। নিন্দা করছি।
♦ অধ্যক্ষের সিদ্ধান্ত নিয়ে বিধানসভার বাইরে শুভেন্দু বলেন, “হিন্দুদের হয়ে কথা বলতে গিয়ে আমায় এক মাস বাইরে রাখা হয়েছে। আমি গর্বিত।৩.