জন্মদিনের পার্টিতে যুবককে কুপিয়ে খুন ৪ বন্ধুর

- আপডেট : ৬ জুন ২০২৩, মঙ্গলবার
- / 11
পুবের কলম,ওয়েবডেস্ক: জন্মদিনের পার্টিতে নৃশংস হত্যাকাণ্ড। ২০ বছরের এক যুবককে কুপিয়ে খুন করল তাঁরই কাছের ৪ বন্ধু। এই ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। ৩১ মে নিজের জন্মদিন উপলক্ষে একটি ধাবায় ৪ বন্ধুকে খেতে ডেকেছিলেন সাবির আহমেদ। সেখানে ১০ হাজার টাকার বিল ৫ জন ভাগ করে মেটাবেন বলে ঠিক হয়।
কিন্তু বন্ধুরা সাবিরকে জানান, তাঁরা পরে টাকা মিটিয়ে দেবেন। তাই পুরো টাকাটা সাবিরকেই মেটাতে হয়। পরেরদিন দুপুরে সেই বন্ধুদের বাড়িতে টাকা চাইতে যান সাবির। কিন্তু তখনও টাকা দিতে অস্বীকার করেন তাঁর বন্ধুরা। সেইদিন রাতে সাবিরের অন্যান্য বন্ধুরা একটি জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন। সেখানে গিয়ে কেক কেটে হুল্লোড়ে মেতেছিলেন তিনি।
আচমকাই ওই ৪ বন্ধু সেখানে উপস্থিত হয়ে সাবিরের সঙ্গে ঝামেলা শুরু করেন। বাকবিতন্ডার মাঝে হঠাৎ এক বন্ধু ধারাল ছুরি দিয়ে আঘাত করেন সাবিরকে। রক্তাক্ত অবস্থায় তিনি লুটিয়ে পড়তেই, অভিযুক্তরা পালিয়ে যান। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে হাসপাতালে নিয়ে যায় সাবিরকে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ২ জনকে গ্রেফতারির পর অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।