মাদকাসক্ত ছেলের হাতে খুন পরিবারের ৪ সদস্য, গ্রেফতার অভিযুক্ত

- আপডেট : ২৩ নভেম্বর ২০২২, বুধবার
- / 6
পুবের কলম, ওয়েবডেস্ক: মাদকাসক্ত ছেলের হাতে খুন হলেন পরিবারের চার সদস্য। নেশামুক্তি কেন্দ্র থেকে ফিরে আসার পরেই পরিবারের চার সদস্যকে সে খুন করে বলে জানা গেছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। দক্ষিণ-পশ্চিম দিল্লির পালামের ঘটনা।
বাড়ি থেকে পরিবারের চার সদস্যের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। অভিযুক্ত মাদকাসক্ত ছিল, সম্প্রতি একটি পুনর্বাসন কেন্দ্র থেকে ফিরে আসে। পরিবারের সঙ্গে বিবাদের জেরে বাবা, মা, বোন, ঠাকুমাকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন করে বলে পুলিশ জানিয়েছে। ২৫ বছর বয়সী ওই মাদকাসক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম কেশব।
মৃতদের নাম দীনেশ কুমার (৪২), দর্শন সাইনি (৪০), দিওয়ানা দেবী (৭৫), ঊর্বশী (২২)। দীনেশ ও দর্শন বাবা-মা, তাদের মেয়ে ঊর্বশী, ঠাকুমা দিওয়ানা দেবী। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত কোনও স্থায়ী কাজ কিছু করতেন না। বাড়িতে ফেরার পর তাকে বেকার, মাদকাসক্ত বলার পরেই ক্ষিপ্ত হয়ে ওঠে কেশব।
এর পরে রাগে উত্তেজিত হয়ে পরিবারের সকলের উপরে আক্রমণ করে। পরিবারের দুজনের দেহ শৌচাগার থেকে ও বাকি দুজনের দেহ শোওয়ার ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়।২২ নভেম্বর রাত সাড়ে ১০ টা নাগাদ পালাম থানায় ফোন আসে। সেই ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, পরিবারের চার সদস্যের রক্তাক্ত দেহ উদ্ধার করে। অভিযুক্ত পালানোর চেষ্টা করলে তাকে আত্মীয় ও পুলিশ গ্রেফতার করে।
দিল্লি পুলিশ এক বিবৃতি দিয়ে জানিয়েছে, কেশবের মা, বোন, বাবা, ঠাকুমা’র রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে দিল্লির পালাম অঞ্চল থেকে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা দায়ের হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে অভিযুক্তে স্থায়ী চাকরি না থাকার কারণে পরিবারের সদস্যের মধ্যে অশান্তি শুরু হয়, তার জেরে এই ঘটনা।