পারিবারিক বিবাদের জেরে ৪ জনকে কুপিয়ে খুন

- আপডেট : ২ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার
- / 3
নসিবুদ্দিন সরকার, হুগলি: পারিবারিক বিবাদের জেরে একই পরিবারের ৪ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন। নৃশংস এই ঘটনাটি ঘটেছে সিঙ্গুর থানার নান্দাবাজার এলাকায়। ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। পুলিশ জানায়, মৃতরা হলেন দীনেশ প্যাটেল (৫০ ) ও তার স্ত্রী অনুসূয়া প্যাটেল (৪৫), দীনেশের বাবা মাওভিজি প্যাটেল (৭৬) ও দীনেশের ছেলে ভাবিক প্যাটেল (২৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা পেশায় কাঠ ব্যবসায়ী। নান্দা বাজারে তাদের কাঠ চেরাইয়ের কারখানা রয়েছে। কাঠ কারখানা লাগোয়া তাদের বসতবাড়ি।
বৃহস্পতিবার সকালেই ওই বাড়ি থেকে সিঙ্গুর থানার পুলিশ রক্তাক্ত অবস্থায় পরিবারের চার সদস্যকে উদ্ধার করে সিঙ্গুর গ্রামীণ হাসপাতলে নিয়ে যায়। চিকিৎসকরা দীনেশ প্যাটেল ও তার স্ত্রী অনুসূয়া প্যাটেলকে মৃত বলে ঘোষণা করেন। দীনেশের বাবা মাওজি প্যাটেল ও ছেলে ভাবিক প্যাটেলকে সিঙ্গুর গ্রামীণ হাসপাতাল থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাদেরও মৃত্যু হয়। বৃহস্পতিবার সাতসকালেই দীনেশদের বাড়িতে যান তাদেরই সম্পর্কে এক আত্মীয়। তার সঙ্গে দীনেশদের কোন কিছু বিষয় নিয়ে বিবাদ শুরু হয়। সেই বিবাদের জেরেই ওই আত্মীয় ধারালো অস্ত্র দিয়ে তাদের চারজনকে কুপিয়ে খুন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ব্যবসা বা সম্পত্তিগত বিবাদের জেরে ওই মর্মান্তিক খুনের ঘটনা ঘটেছে। ওই খুনের ঘটনা কোনও পরিকল্পনা মাফিক ঘটেনি। বিবাদের জেরে সাময়িক উত্তেজনার বশে ওই খুনের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। এমনটাই জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ শিবপ্রসাদ পাত্র। তিনি আরও জানান, ঘটনার পর ওই বাড়ি থেকে এক ব্যক্তিকে বেরিয়ে যেতে দেখেন স্থানীয় এক বাসিন্দা। সন্দেহভাজন ওই ব্যক্তি পলাতক। তার খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজনের খোঁজ চলছে।