সরকারি ট্রেন্ডারে মুসলিমদের ৪ শতাংশ সংরক্ষণ, সিদ্ধান্ত কর্নাটক সরকারের

Kibria Ansary
  • শেষ আপডেট: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
সরকারি ট্রেন্ডারে মুসলিমদের ৪ শতাংশ সংরক্ষণ, সিদ্ধান্ত কর্নাটক সরকারের

বেঙ্গালুরু, ১৫ মার্চ: সরকারি কাজের ট্রেন্ডারে মুসলিমদের জন্য ৪ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিল কংগ্রেস শাসিত কর্নাটক সরকার। পাশাপাশি পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণীর জন্যও ৪ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে এই প্রস্তাব অনুমোদন করেছে রাজ্য মন্ত্রিসভা। চলতি বাজেট অধিবেশনে এই সংক্রান্ত একটি বিল পেশ করা হবে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, কর্নাটক ট্রান্সপারেন্সি ইন পাবলিক প্রকিউরমেন্ট (কেটিপিপি) আইন সংশোধন করে সরকারি কাজে মুসলিম ঠিকাদাররা বিশেষ সুবিধা দেওয়া হবে। সরকারি টেন্ডারগুলি থেকে ১ কোটি টাকা পর্যন্ত অর্থাৎ ৪ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে। এসসি ও এসটি সম্প্রদায়ের জন্য ১ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ কোটি টাকা অনুমোদন করা হবে।

এসসি, এসটি এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের জন্য প্রদত্ত সংরক্ষণের মতোই সরকারি কাজে মুসলিম ঠিকাদারদের জন্য সংরক্ষণের দাবি জানিয়েছিলেন রাজ্যের সংখ্যালঘু নেতারা। সেই দাবিতে সাড়া দিয়ে সংরক্ষণ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এদিন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই এই বিষয় নিয়ে আলোচনা করা হয়। ওই বৈঠকে প্রস্তাব অনুমোদন করেছে রাজ্য মন্ত্রিসভা। এক মন্ত্রী বলেন, সরকার তফসিলি জাতি, তফসিলি সম্প্রদায় এবং অনগ্রসর শ্রেণীর জন্য প্রদত্ত সংরক্ষণের সাথে সামঞ্জস্য রেখে মুসলিমদের জন্য ৪ শতাংশ সংরক্ষণ চালু করার কথা ভাবছে। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া নেতৃত্বে সরকার ১৯৯৯ সালের কর্নাটক ট্রান্সপারেন্সি ইন পাবলিক প্রকিউরমেন্টস (কেটিপিপি) আইনে সংশোধন আনতে প্রস্তুতি নিচ্ছে। অর্থ দফতরও এবিষয়ে সম্মত হয়েছে। আইন ও সংসদীয় বিষয়ক মন্ত্রী এইচ.কে. পাতিলও এই সংশোধনীতে সম্মত জানিয়েছেন।

এদিকে রাজ্যের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে বিজেপি সভাপতি বি.ওয়াই. বিজয়েন্দ্র। তিনি বলেছেন, “কংগ্রেস রাজ্যকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। এই পদক্ষেপ সংবিধান বিরোধী। কংগ্রেস সরকার তুষ্টিকরণের রাজনীতির করছে।” শুধু মুসলিমরাই কি সংখ্যালঘু গোষ্ঠী? প্রশ্ন তুলেছেন বিজেপি সভাপতি।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder